Fastest Animals: বেশিদূর ছুটতে পারে না চিতা, জলে-জঙ্গলে-আকাশে এই প্রাণীরাই সবচেয়ে দ্রুতগামী
পশুদের দুনিয়ায় গতির উপর নির্ভর করে মরণ-বাঁচন। একটু এদিক ওদিক হলেই, এক মুহূর্ত থমকে গেলে, থমকে যেতে পারে শ্বাসযন্ত্রও। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই শিকারের হাত থেকে বাঁচতে গতিই ভরসা পশুদের। কিন্তু পৃথিবীর জলে, জঙ্গলে এবং আকাশে সবচেয়ে দ্রুততম পশু কোনগুলি জানেন কি? ছবি: পিক্সাবে।
স্থলভাগে গতির নিরিখে সকলকে ছাপিয়ে যাবে চিতা। তিন সেকেন্ডেরও কম সময়ে সর্বোচ্চ ৬০ মাইল গতিতে ছুটতে পারে তারা। তবে দীর্ঘ দূরত্ব নয়, স্বল্প দূরত্বেই এই গতি ধরে রাখতে পারে চিতা। ছবি: পিক্সাবে।
চিতার পর সিংহের নাম না নিলেই নয়। শিকার করতে ঘণ্টায় ৫০ মাইল গতিতে দৌড়তে পারে সিংহ। আফ্রিকার স্প্রিংবক ঘম্টায় ৫৫ মাইল গতিতে দৌড়তে পারে। ব্লু ওয়াইল্ডবিস্ট দৌড়তে পারে ঘণ্টায় ৫০ মাইল গতিতে। ছবি: পিক্সাবে।
দূরত্বের নিরিখে চিতাকে টেক্কা দিতে পারে Pronghorn, আমেরিকার হরিণ। ঘণ্টায় ৩৫ মাইল গতিতে এক ঘণ্টা টানা দৌড়তে পারে এরা। কম দূরত্বে আরও জোরে দৌড়তে পারে। সর্বোচ্চ ঘণ্টায় ৫৫ মাইল গতিতে দৌড়তে সক্ষম। ছবি: পিক্সাবে।
জলে সর্বোচ্চ গতি ব্ল্যাক মার্লিনের। ঘণ্টায় ৮০ মাইল গতিতে ছুটতে পারে এরা। সেইলফিশও ঘণ্টায় ৬৭ মাইল গতিতে ছুটতে সক্ষম।-ফাইল চিত্র।
কীট-পতঙ্গদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী Horsefly. ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে উড়তে পারে এরা। পরিস্থিতি অনুযায়ী গতির পরিবর্তন হয় এদের। ছবি: পিক্সাবে।
পাখিদের মধ্যে সবচেয়ে দ্রুতগতি Peregrin Falcon-এর। শিকারের খোঁজে ঘণ্টায় ১৮৫ মাইল গতিতে উড়তে পারে এরা। ছবি: পিক্সাবে।
গোল্ডেন ঈগলও কিছু কম যায় না। ঘণ্টায় ১৫০ মাইল গতিতে উড়তে পারে এরা। ছবি: পিক্সাবে।
হোয়াইট থ্রোটেড নিডলটেল সুইফ্ট ঘণ্টায় ১০৫ মাইল গতিতে উড়তে পারে। ইউরেশিয়ান Hobby ঘণ্টায় ১০০ মাইল গতিতে দৌড়তে সক্ষম। ছবি: পিক্সাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -