Kilauea Volcano: ছোট্ট হাঁ মুখ, তার এত তেজ? অগ্ন্যুৎপাতের ভয়ঙ্কর দৃশ্য, ৩০০ ফুট উঠল লাভার ফোয়ারা

Science News: ভয়ঙ্কর সুন্দর বললেও কম বলা হয়। ছবি: USGS.

ছবি: USGS.

1/10
ছোট্ট হাঁ মুখ। তার এত তেজ? আগুনের ফোয়ারা ছুটছে লাগাতার। হাওয়াই দ্বীপপুঞ্জের কিলোভয়া আগ্নেয়গিরির আগুন উগরে দিচ্ছে মুখ থেকে। (Kilauea Volcano)
2/10
আর তার সেই ভয়ঙ্কর সৌন্দর্যে মজল নেট দুনিয়া। আগ্নেয়গিরির ভয়ঙ্কর রূপ দেখে শিউরে উঠলেও, অঢেল সৌন্দর্যকেও উপেক্ষা করতে পারছেন না কেউ।
3/10
হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে অবস্থিত কিলোভেয়া আগ্নেয়গিরি। এই মুহূর্তে রুদ্রমূর্তি ধারণ করেছে। মঙ্গলবার নবম বারের জন্য লাভার ফোয়ারা ছোটে তার মুখ দিয়ে।
4/10
আগ্নেয়গিরি ছোট্ট হাঁ মুখ থেকে অবিরত লাভার ফোয়ারা বেরোচ্ছে। ভয়ঙ্কর তেজে ৩০০ ফুট উচ্চতা ছুঁয়ে ফেলছে কখনও কখনও।
5/10
US Geological Survey জানিয়েছে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়, যা এখনও চলছে। মঙ্গলবার সকালে লাভারস্রোত Halema'uma'u গহ্বরে ছড়িয়ে যায়।
6/10
বিগ আইল্যান্ডের সর্বকনিষ্ঠ সক্রিয় আগ্নেয়গিরি কিলোভয়া। সেখানে আরও তিনটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, Mauna Loa, Mauna Kea, Hualalai.
7/10
US Geological Survey সেখানকার পরিস্থিতির উপর নজর রাখছে। জানা গিয়েছে, মঙ্গলবার প্রায় গগনচুম্বী অট্টালিকার সমান আগুনের ফোয়ারা উঠতে দেখা যায়।
8/10
ধীরে ধীরে ফোয়ারার উচ্চতা কমে যায়। লাভার স্রোত ছড়িয়ে যায় সামনের গহ্বরে। তবে উচ্চতা কমলেও, তা ১৫০ থেকে ২০০ ফুটের মধ্যে ছিল।
9/10
তবে লাভার ফোয়ারায় আগেও রেকর্ড গড়েছিল কিলোভেয়া আগ্নেয়গিরি। ১৯৫৯ সালে ১৯০০ ফুট উচ্চতা ছুঁয়ে ফেলে তার মুখ থেকে নির্গত লাভার ফোয়ারা।
10/10
ড্রোনের মাধ্যমে এলাকায় নজরদারি চলছে। কিন্তু আগ্নয়গিরির খুব কাছাকাছি পৌঁছতে পারছে না ক্যামেরা।
Sponsored Links by Taboola