Headaches: যন্ত্রণায় ছিঁড়ে যায় মাথা, অথচ টেরই পায় না মস্তিষ্ক!
চিন্তা-ভাবনা থেকে শরীর, সবকিছুই পরিচালনা করে মস্তিষ্ক। কিন্তু মাথার যন্ত্রণা নিয়ে রয়েছে উদাসীনতা! মস্তিষ্কের কোষে সেই যন্ত্রণার লেশমাত্র পৌঁছয় না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগবেষকরা জানিয়েছেন, শরীরের সবকিছু মস্তিষ্ক নিয়ন্ত্রণ এবং পরিচালনা করলেও, মাথার যন্ত্রণা শরীরের মাধ্যমেই ঠাহর করতে সক্ষম হয় মস্তিষ্ক। কারণ মস্তিষ্কের নিজের কোনও যন্ত্রণা টের পাওয়ার কল-কব্জা নেই।
মানুষ বিশেষে মাথার যন্ত্রণার রকমভেদ রয়েছে। কারও ক্ষেত্রে তীব্রতা কম হয়, কারও ক্ষেত্রে আবার অতিরিক্ত বেশি। স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে এর নেপথ্যে। সাইনাস, রক্তচাপ, আঘাত থেকে মাথার যন্ত্রণা হতে পারে।
কিন্তু মাথায় যে যন্ত্রণা বোধ করি আমরা, তা অন্য জায়গা থেকে অর্পিত। অর্থাৎ আসলে যেখানে যন্ত্রণা হচ্ছে, সেখানে নয়, বরং অন্যত্র যন্ত্রণা হচ্ছে বলে অনুভূত হয়।
স্নায়ু বিশেষজ্ঞদের মতে, হার্নিয়ার ক্ষেত্রে যেমন যন্ত্রণা পিঠ থেকে পায়ে ছড়িয়ে পড়ে, মাার যন্ত্রণার ক্ষেত্রেও যন্ত্রণা ছড়ায় চোয়াল, কাঁধ, ঘাড় থেকে। তা থেকে মস্তিষ্ককে ঘিরে থাকা স্নায়ু এবং পেশিতে যন্ত্রণা ছড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দুশ্চিন্তা থেকে যে মাথার যন্ত্রণা হয়, তা এই স্থানান্তরিত যন্ত্রণার মধ্যে পড়ে। দুশ্চিন্তা করলে কপাল এবং মাথার সামনের অংশের পেশিগুলিতে যন্ত্রণা হয়।
মুখ, ঘাড় এবং মাথার উপরিভাগের পেশিতে টান ধরলে দুশ্চিন্তা থেকে মাথার যন্ত্রণা হয়। আবার চোয়াল এবং কাঁধের যন্ত্রণা থেকেও হতে পারে মাথার যন্ত্রণা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মস্তিষ্ককে ঘিরে রাখা রক্তনালী, ঘাড়, মুখ এবং পেশির মধ্যে যন্ত্রণা অনুধাবন করতে পারা স্নায়ু আরও নানা কারণে উত্তেজিত হয়ে পড়তে পারে।সেখান থেকে সটান মস্তিষ্কে বার্তা পৌঁছয়। তাতে মনে হতে পারে মাথার ভিতরেই যন্ত্রণা হচ্ছে।
তবে মাইগ্রেনের যন্ত্রণা অন্য মাথার যন্ত্রণা। মাথার যন্ত্রণা আসেল স্নায়ুঘটিত রোগের উপসর্গ। মাইগ্রেনের যন্ত্মা মাথার গভীরে, উপরিবাগে, পিছনে।, বাঁ দিকে, ডান দিনে এমনকি চোখের পিছনে হচ্ছে বলে অনুভূত হতে পারে। সেই যন্ত্রণার তীব্রতার জন্যই মাইগ্রেনের যন্ত্রণা আলাদা। মাইগ্রেনের যন্ত্রণা কয়েক ঘণ্টা দীর্ঘস্থায়ী হতে পারে। হতে পারে বমিও।
মাইগ্রেনের সঠিক কারণ আজও সম্পূর্ণ ভাবে বোঝা সম্ভব হয়নি। তবে ট্রাইজেমিনাল স্নায়ুর সঙ্গে এর সংযোগ রয়েছে, যা কিনা মাথা এবং মুখের স্পর্শকাতর স্নায়ু। মস্তিষ্কের যে অংশে রক্তনালীর বিস্তার ঘটে, তার সঙ্গেও রয়েছে সংযোগ। প্রাথমিক ভাবে মনে করা হয়, কোনও ভাবে ট্রাইজেমিনাল স্নায়ু উদ্দীপিত হলে, তারই ফলশ্রুতিস্বরূপ মাইগ্রেনের যন্ত্রণা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -