Science News: বড় মনের অধিকারী! আট হাত রয়েইছে, অক্টোপাসের হৎপিণ্ডের সংখ্যাও একাধিক
খাদ্যতালিকায় নাম ছিল আগে থেকেই। ফুটবল ম্যাচের ভবিষ্যদ্বাণী করে মেলে জনপ্রিয়তাও। অক্টোপাস এবং তার আট হাতকে নিয়ে কৌতূহল কম নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু হাতের সংখ্যা আট না হয় জানা গেল। অক্টোপাসের শরীরে হৃৎপিণ্ডের সংখ্যাও একাধিক। এই খোলসা করেছেন বিজ্ঞানীরাই।
ওয়াশিংটনের প্রসিদ্ধ জীববিজ্ঞানী কার্ট ওনথ্যাঙ্ক অক্টোপাস নিয়ে গবেষণা করেন। তিনি জানিয়েছেন, অক্টোপাসের শরীরে হৃৎপিণ্ডের সংখ্যা তিনটি।
তবে শুধুমাত্র অক্টোপাস নয়, বিভিন্ন সামুদ্রিক প্রাণী, অক্টোপাসের সঙ্গে লতায়পাতায় জড়িয়ে যারা, সেই স্কুইড এবং কাটলফিশের শরীরেও তিন-তিনটি হৃৎপিণ্ড রয়েছে।
জানা গিয়েছে, অক্টোপাসের শরীরের তিনটি হৃৎপিণ্ডের মধ্যে সবচেয়ে বড়টি (সিস্টেমিক হার্ট) একেবারে তার নরম শরীরে মধ্যিখানে রয়েছে। একমাত্র কানকো ছাড়া, অক্টোপাসের শরীরে অক্সিজেন-যুক্ত রক্ত সঞ্চালিত হয়ে ওই বড় হৃৎপিণ্ডের সাহায্যে।
বাকি দুই হৃদযন্ত্রকে শাখা হৃৎপিণ্ড অর্থাৎ ব্রাঞ্চিয়াল হার্টস বলা হয়। অক্টোপাসের দুই কানকোর সঙ্গে এই দুই হৃৎপিণ্ড সংযুক্ত। কানকোয় রক্ত সঞ্চালিত হয় এই দুই হৃৎপিণ্ডের মাধ্যমে। তবে বড় হৃৎপিণ্ডটির তুলনায় দুর্বল।
কিন্তু তিনটি হৃৎপিণ্ডের প্রয়োজন কেন পড়ে অক্টোপাসের? মানবশরীরে হৃদযন্ত্রের ভিতরে যে কারণে চারটি কুঠুরি রয়েছে, অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ডও সেই কাজেই লাগে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, গোটা শরীরে রক্ত সঞ্চালনের জন্য প্রাণীদের শরীরে রক্তচাপের ভারসাম্য থাকা জরুরি। রক্তচাপ কম হলে মস্তিষ্কে রক্ত সঞ্চালিত হয় না। তাতে সংজ্ঞাহীন হয়ে পড়ার সম্ভাবনা বাড়ে।
কানকোর সাহায্যে জল থেকে অক্সিজেন গ্রহণ করে অক্টোপাস। দুই শাখাহৃৎপিণ্ডের মাধ্যমে কম অক্সিজেন যুক্ত রক্ত এরপর কানকোয় প্রবেশ করে।
তাতে কানকোর মাধ্যমে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বেরিয়ে আসে, তার চাপ থাকে নিম্ন। যে কারণে গোটা শরীরে রক্ত সঞ্চালন সম্ভব হয় না। তাই আরও আরও একটি হৃৎপিণ্ড রয়েছে। তার মাধ্যমে গোটা শরীরে রক্ত সঞ্চালিত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -