Men on Moon: একের পর এক অভিযান, এখনও পর্যন্ত চাঁদের মাটি ছুঁয়েছেন হাতেগোনা কিছু মানুষই, কারা জানেন?
পৃথিবীর বাইরে যাত্রার কথা উঠলেই, সবার আগে নাম ওঠে চাঁদের। মহাকাশযান পাঠানো থেকে মানবপ্রেরণ, চাঁদকে সামনে রেখেই মহাশূন্যের রহস্য উদঘাটনে হাত দিয়েছে বিশ্বের তাবড় দেশ। ছবি: ফ্রিপিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২৫ সালে ফের চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. Artemis প্রকল্পের আওতায় প্রথম বার এক মহিলা এবং কৃষ্ণাঙ্গ পুরুষকে চাঁদের মাটিতে অবতরণ করানো হবে। ছবি: ফ্রিপিক।
১৯৬৯ সালের ২০ জুলাই চন্দ্রপৃষ্ঠে মানুষকে অবতরণ করিয়ে প্রথম বার ইতিহাস রচনা করে NASA. নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিনকে আমেরিকার পতাকা হাতে নিয়ে চাঁদের বুকে পা রাখতে দেখে গোটা বিশ্ব। ছবি: ফ্রিপিক।
অ্যাপোলো-১৪ অভিযানে রোভারে চেপে চাঁদের বুকে ঘোরেন অ্যালান শেপার্ড। এর পর অ্যাপোলো-১৫ অভিযানে চাঁদের বুকে অবতরণ করেন ডেভিড স্কট এবং জেমস আরউইনও। ছবি: ফ্রিপিক।
১৯৬১ সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম বার ইউরি গ্যাগারিনকে মহাকাশে পাঠায়। পৃথিবীকে প্রদক্ষিণ করা প্রথম মহাকাশচারী তিনি। ছবি: ফ্রিপিক।
এখনও পর্যন্ত সবমিলিয়ে ১২ জন মহাকাশচারী চাঁদের বুকে অবতরণ করেছেন। অ্যাপোলো-১১ অভিযানে নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন, অ্যাপোলো-১২ অভিযানে পিচার কনরাড, অ্যালান বিন, অ্যাপোলো-১৪ অভিযাবে অ্যালান শেপার্ড, এডগার মিচেল, অ্যাপোলো-১৫ অভিযানে ডেভিড স্কট, জেমস আরউইন, অ্যাপোলো-১৬ অভিযানে জন ইয়াং, চার্লস ডিউক, অ্যাপোলো-১৭ অভিযানে জিন সার্নান, হ্যারিসন স্মিডট। -ফাইল চিত্র।
অ্যাপোলো-১৩ অভিযানে জিম লাভেল এবং ফ্রেড হেইজিরও চাঁদের অবতরণের কথা ছিল। কিন্তু অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটার জেরে তা সম্ভব হয়নি। তবে পৃথিবী ছেড়ে বেরিয়ে মহাশূন্যে সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেওয়ার রেকর্ড এখনও পর্যন্ত অ্যাপোলো-১৩ অভিযানের ঝুলিতেই। -ফাইল চিত্র।
অ্যাপোলো-১৯ অভিযানে আবারও চাঁদের মাটিতে অবতরণের কথা ছিল হেইজির। কিন্তু বাজেটে সমস্যা দেখা দেওয়ায় সেই অভিযান বাতিল হয়। সেই টাকায় স্কাইল্যাব স্পেস স্টেশন সংস্কারের কাজ সারে NASA. -ফাইল চিত্র।
পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থিত মহাজাগতিক বস্তু চাঁদ। তাই বলে চাইলেই গিয়ে ছুঁয়ে আসা যায় না। ২৭ দিন অন্তর দূরত্বের বাড়ে এবং কমেও। পৃথিবী থেকে চাঁদের অবস্থান সবচেয়ে কম হয় প্রায় ২ লক্ষ ২৫ হাজার ৬২৩ মাইল দূরত্বে, সবচেয়ে বেশি দূরত্ব ২ লক্ষ ৫২ হাজার ৮৮ মাইল। ছবি: ফ্রিপিক।
তবে এমনি মহাকাশযান পাঠানে এবং তাতে মহাকাশচারীদের চাপিয়ে পাঠানোর মধ্যেও ফারাক রয়েছে। যে মহাকাশযানে মানুষ সওয়ার থাকেন, তা চাঁদে পৌঁছতে তুলনামূলক বেশি সময় নেয়। ১৯৫৯ সালে রাশিয়ার তৈরি Luna-1 মহাকাশযান মাত্র ৩৪ ঘণ্টার মধ্যে চাঁদের সান্নিধ্যে চলে আসে। চাঁদের বুকে অবতরণ করারই কথা ছিল Luna-1 মহাকাশযানের। কিন্তু গতিবেগ এতই বেশি ছিল যে পৃথিবী এবং মঙ্গল গ্রহের মাঝামাঝি স্থানে পৌঁছে গিয়ে সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করে। আজও সেই অবস্থানেই রয়েছে Luna-1.-ফাইল চিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -