Solar Panel Unit: দিনে কত ইউনিট বিদ্যুৎ তৈরি করে বাড়ির সোলার প্যানেল? চাহিদা মিটবে?
দিন দিন দাম বাড়ছে প্রতি ইউনিট বিদ্যুতের। গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। পাল্লা দিয়ে বাড়ছে খরচও। কিন্তু এই খরচ কমানোর উপায় রয়েছে হাতের কাছেই। যার নাম- সোলার প্যানেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদূষণহীন এবং নির্ভরযোগ্য বিদ্যুতের অন্যতম উৎস সূর্য। ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে বছরের অধিকাংশ সময়েই প্রায় নিখরচায় অথবা খুব কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব সোলার প্যানেল দিয়ে। এখন ভারত সরকারের তরফে সৌরশক্তির মাধ্যমে ঘরের জন্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রকল্পও চালু করেছে, রয়েছে আর্থিক ছাড়ের সুবিধাও।
কিন্তু এই সোলার প্যানেল কীভাবে লাগাতে হয়। ঠিক কী ধরনের সোলার প্যানেল বাড়ির জন্য় প্রয়োজনীয়? কী ধরনের প্যানেল লাগালে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাবে? এমন নানা প্রশ্ন আমাদের মনে থাকে।
এক কিলোওয়াট থেকে শুরু করে আরও বেশি ক্ষমতায় সোলার প্যানেল রয়েছে। এক একটি সংস্থার ওয়েবসাইটে দাবি করা হয়েছে সোলার প্যানেলের কার্যকরী ক্ষমতা নিয়ে। মূলত বাড়ির বিদ্যুৎ চাহিদা কীরকম তার উপর নির্ভর করে কত কিলোওয়াটের সোলার প্যানেল লাগাতে হবে। সাধারণত বলা হয়ে থাকে সাধারণ বিদ্যুৎ চাহিদা থাকলে ১ কিলোওয়াটের সোলার প্যানেল কাজ চালাতে পারে।
কিছু কিছু ওয়েবসাইটে দাবি করা হয়েছে 1kW বা ১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনও সোলার প্যানেল দিনে ৪-৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সাধারণ ৮০০ ওয়াট বা তার কম লোডের ক্ষেত্রে এটি চলতে পারে।
কিছু কিছু সোলার প্যানেল প্রস্তুতকারক সংস্থার ওয়েবসাইট অনুযায়ী টিভি, টিউবললাইট, বালব, ফ্যান, ফ্রিজ সোলার প্যানেলের উৎপাদিত বিদ্যুতের সাহায্য চলতে পারে। পাম্প বা টানা এসি চালাতে গেলে ঘরোয়া সোলার প্যানেলে অত ভরসা করা যাবে না।
বেশ কিছু ক্ষেত্রে বলা হয়েছে পর্যাপ্ত সৌর বিদ্যুতের জন্য একটি মাত্র সোলার প্যানেল বসায় না কেউ। যতটা জায়গা রয়েছে, তার উপর নির্ভর করে, একাধিক সোলার প্যানেল বসানো হয়। যত বেশি প্যানেল তত বেশই বিদ্যুৎ উৎপাদনের সুবিধা।
ব্যবহার ও বিদ্যুৎ বণ্টনের ধরনের উপর দাঁড়িয়ে ৩ রকম সোলার প্যানেল সিস্টেম রয়েছে। অন গ্রিড, অফ গ্রিড এবং হাইব্রিড সোলার সিস্টেম। শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ নিয়ে কাজ করলে সেটা অফ গ্রিড সিস্টেম। যেখানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নেই। সেখানে সাধারণত এই সিস্টেম ব্যবহার করা হয়। এছাড়া প্রচলিত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকলে তার সঙ্গে মিলিয়ে অন -গ্রিড বা হাইব্রিড সিস্টেম ব্যবহার হয়।
সোলার প্যানেল দীর্ঘমেয়াদি ভাবে অনেকটাই সাশ্রয়ী হলেও শুরুতে সোলার প্যানেল সিস্টেম বসাতে বেশ ভালরকম এককালীন খরচ রয়েছে। সোলার প্যানেল, ব্যাটারি, তার ও প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম প্রয়োজন হয়। পাশাপাশি প্রয়োজন হয় নিয়মিক দেখভাল
এককালীন খরচ হলেও দীর্ঘমেয়াদি ভাবে বিদ্যুতের খরচ তলানিতে নেমে আসে। প্রতিদিনের বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। দরকার হলে অল্প ইউনিট বিদ্যুৎ প্রচলিত ভাবে নিতে হয়। ফলে কমে যায় খরচটাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -