Solar Explosions: সূর্যের বুকে প্রকাণ্ড বিস্ফোরণ, পৃথিবী থেকে দেখা যেতে পারে গ্রহণের সময়
বছরের শুরুতেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে মুখিয়ে রয়েছেন সকলেই। কিন্তু ওই দিন আরও একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পারেন পৃথিবীবাসী। ছবি: ফ্রিপিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজ্ঞানীরা জানিয়েছেন, ৮ এপ্রিল চাঁদ যখন পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে, সেই সময় পিছনের উজ্জ্বল বলয়ে গোলাপি ঢেউ চোখে পড়তে পারে। শৃঙ্গের মতো ধরা দিতে পারে আমাদের চোখে। ছবি: ফ্রিপিক।
আপাতদৃষ্টিতে দেখা ওই গোলাপি ঢেউ আর কিছুই নয়, সূর্য থেকে উৎসারিত সৌরকণার ঢেউ। আগ্নেয়গিরি থেকে যেমন অগ্ন্যুৎপাত ঘটে, বেরিয়ে আসে লাভা, তেমনই সূর্যপৃষ্ঠ থেকে বিস্ফোরণের আকারে ছিটকে আসে সৌরকণা,যার গতিবেগ ঘণ্টায় কয়েক লক্ষ মাইল। সৌরকণাগুলি একত্রিত হয়ে আছড়ে পড়ে ঢেউয়ের আকারে। ছবি: ফ্রিপিক।
এর আগে, ২০২৩ সালের ২০ এপ্রিল সূর্যগ্রহণের সময় অস্ট্রেলিয়া থেকে এই সৌর বিস্ফোরণ দেখা গিয়েছিল। আগামী ৮ এপ্রিল উত্তর আমেরিকা থেকেও ওই সৌর বিস্ফোরণ দেখা যেতে পারে। ছবি: ফ্রিপিক।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্য থেকে নির্গত এই উৎসারিত সৌরকণা পৃথিবী থেকে দেখা যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে, ঢেউয়ের আকারেই দেখা যাবে পৃথিবী থেকে। ছবি: ফ্রিপিক।
সূর্যগ্রহণের সময় খালিচোখে সূর্যের দিকে তাকাতে নেই। এর পরিবর্তে গ্রহণ দেখার বিশেষ চশমা ব্যবহার করা উচিত। অ্যালুমিনিয়াম মিলার ফিল্ম বা পলিমার দিয়েও দেখা যেতে পারে সূর্যগ্রহণ। পিনহোল ক্যামেরা বা টেলিস্কোপ প্রজেকশনও ব্যবহার করা যায়। ছবি: ফ্রিপিক।
আগামী ৮ এপ্রিল উত্তর আমেরিকা পেরোতে ১০০ মিনিট সময় লাগবে চাঁদের ছায়ার। ফলে বেশ খানিক ক্ষণ সৌর বিস্ফোরণ দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। ছবি: ফ্রিপিক।
এর আগে, ২০২০ সালের ১৪ ডিসেম্বর সূর্যগ্রহণের সময় চিলি থেকেও দেখা গিয়েছিল সৌর বিস্ফোরণ। তবে গ্রহণের সময় যদি সূর্যের উপরিভাগ থেকে সৌরকণা উৎসারিত হয়, সেক্ষেত্রেই তা দৃশ্যমান হবে বলে মত বিজ্ঞানীদের। ছবি: ফ্রিপিক।
এই উৎসারিত সৌর কণা নিয়ে বিগত কয়েক বছর ধরেই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। সৌরঝড়ের মাধ্যমে ওই সৌরকণা পৃথিবীতে আছড়ে পড়লে মুহূর্তের মধ্যে মুছে যেতে পারে প্রাণের অস্তিত্ব। ছবি: ফ্রিপিক।
কিন্তু পৃথিবীর চৌম্বকমণ্ডল পৃথিবীকে ঢাল হয়ে রক্ষা করে। সৌরবায়ু এবং সৌরকণা বায়ুমণ্ডলে ঢোকার চেষ্টা করলে, তা প্রতিহত করে চৌম্বকমণ্ডল। প্রবল সংঘর্ষ বাধে আমাদের অগোচরেই, তার জেরেই মেরুপ্রদেশে মেরুজ্যোতি দেখা যায়। ছবি: ফ্রিপিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -