Iceland Volcano: প্রায় ৭০০০ বার কম্পন, লাভার স্রোত বইছে খাদ দিয়ে, বিধ্বংসী অগ্ন্যুৎপাত দেখতে ভিড় আইসল্যান্ডে
নয় নয় করে দু’সপ্তাহ অতিক্রম হতে চলেছে। আইসল্যান্ডে এখনও পর্যন্ত বিরাম নেই অগ্ন্যুৎপাতে। লাভায় ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। আগ্নেয়গিরি সংলগ্ন খাদে বইছে লাভার স্রোত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু তাই নয়, অগ্ন্যুপাতের তীব্রতা এতটাই যে, জ্বালামুখ পর্যন্ত খসে পড়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। আর সেই দৃশ্য দেখতেই ভিড় উপচে পড়ছে চারিদিকে। রীতিমতো তাঁবু খাটিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছন মানুষ। অগ্ন্যুৎপাতকে ঘিরে কার্যত নয়া পর্যটন শুরু হয়ে গিয়েছে।
আইসল্যান্ডের রাজধানী রেকেভ্যাকের দক্ষিণে লিটল-হ্রুটুর আগ্নেয়গিরি, যা লিটল-রাম নামেও পরিচিত, তা থেকে একনাগাড়ে অগ্ন্যুৎপাত হয়ে চলেছে। ব্যাসল্ট শিলার ভূমি ঢেকে গিয়েছে লাভার আবরণে। আগ্নেয়গিরি থেকে সর্পিল আকারে নেমে, লাভার স্রোত বইতে শুরু করেছে।
গত ১০ জুলাই থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে সেখানে। তার আগে সেখানে লাগাতার, পর পর বেশ কয়েক বার ভূমিকম্প হয়। তীব্রতা কম থাকলেও,অগণিত কম্পন অনুভূত হয় বলে দাবি স্থানীয়দের। তার পর থেকেই অগ্ন্যুৎপাত হয়ে চলেছে।
অগ্ন্যুৎপাতের পর পরই বিষাক্ত গ্যাস এবং ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে সেখানে জনবসতি নেই। তাই মারাত্মক কিছু ঘটেনি এখনও পর্যন্ত। গত কয়েক দিনে বিষাক্ত গ্যাসের নির্গমনও বন্ধ হয়ে গিয়েছে। আর তাতেই অগ্ন্যুৎপাত দেখতে ভিড় জমতে শুরু করেছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের জেরে ২.৭ কিলোমিটার চওড়া ফাটল তৈরি হয়েছে মাটিতে। তার জেরেই লাভার স্রোত বয়ে যাচ্ছে। তীব্র শব্দে বিস্ফোরণের শব্দ কানে আসছে আগ্নেয়গিরি থেকে। জ্বালামুখ থেকে ছিটকে বেরোচ্ছে লাভার ফোয়ারা।
ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডের গবেষকরা জানিয়েছেন, কার্যত উপচে পড়ছে লাভা। এদিক ওদিক ফাটল ধরেছে, তা থেকেও লাভার স্রোত বেরিয়ে আসছে। সেই চাপ সহ্য করতে না পেরেই খসে পড়ে আগ্নেয়গিরির জ্বালামুখ।
তবে এই অগ্ন্যুৎপাতের ফলে সংলগ্ন এলাকার মাটি নড়বড়ে হয়ে গিয়েছে বলে মত ভূবিজ্ঞানীদের একাংশের। তাঁরা জানিয়েছেন, গত ৪ জুলাই থেকে এখনও পর্যন্ত প্রায় ৭ হাজার বার কম্পন অনুভূত হয়েছে ওই এলাকায়। তবে আগের থেকে শুধরেছে পরিস্থিতি।
আর কতদিন এই অগ্ন্যুৎপাত চলবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে এখনই কিছু বলতে পারছেন না বিজ্ঞানীরা। তবে লাভার স্রোত নিয়ে ঝুঁকির কোনও কারণ নেই বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, অগ্ন্যুৎপাত বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করে। তার জন্যই প্রাণের অস্তিত্ব রয়েছে পৃথিবীতে।
এই মুহূর্তে আগ্নেয়গিরি থেকে যে লাভার স্রোত বেরিয়ে আসছে, তার তাপমাত্রা প্রায় ১২০০ ডিগ্রি সেলসিয়াস। গত দু’বছরে দ্বিতীয় বার ওই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুপাতের ঘটনা ঘটল। ২০২১ সালে বেশ কয়েক মাস ধরে সেখানে লাভার স্রোত বইতে দেখা যায়। উত্তর আটলান্টিকের অগ্ন্যুৎপাত প্রবণ বলয়ে অবস্থান আইসল্যান্ডের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -