Iceland Volcanic Eruptions: কয়েক ঘণ্টায় ১০০০ বার ভূমিকম্প, মাটিতে লাভার স্রোত, আকাশে আগুনের ফোয়ার, সঙ্কটে আইসল্যান্ড
একের পর এক ভূমিকম্প। তার জেরে অগ্ন্যুৎপাত। আইসল্যান্ডের উপর দিয়ে বয়ে চলেছে লাভার স্রোত। সামনে এল একাধিক ছবি এবং ভিডিও, যার মাধ্যমে সেখানকার বর্তমান পরিস্থিতি অনুধাবন করা যাচ্ছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইসল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। তার জেরেই অগ্ন্যুৎপাত ঘটে। তার পর থেকে, বিগত কয়েক মাস ধরে লাভার স্রোত বয়ে চলেছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
পর পর প্রায় ৭০০ বার ভূমিকম্প অনুভূত হয় আইসল্যান্ডে। তার পর, গত ১০ জুলাই থেকে অগ্ন্যুৎপাত ঘটে সেখানে। সেই থেকে এখনও লাভার স্রোতে বিরাম নেই। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
আইসল্যান্ডের রাজধানী রেকেভ্যাকের দক্ষিণে লিটল-হ্রুটুর আগ্নেয়গিরি, যা লিটল-রাম নামেও পরিচিত, তা থেকে একনাগাড়ে অগ্ন্যুৎপাত হয়ে চলেছে। ব্যাসল্ট শিলার ভূমি ঢেকে গিয়েছে লাভার আবরণে। আগ্নেয়গিরি থেকে সর্পিল আকারে নেমে, লাভার স্রোত বয়ে যাচ্ছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
যে গ্রিন্ডাভিক শহরের উপর দিয়ে বয়ে চলেছে লাভার স্রোত, ঢের আগেই খালি করে দেওয়া হয়েছে সেটি। সেখানে প্রায় ৩০০০ মানুষের বাস। কিন্তু বর্তমানে পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে দাঁড়িয়েছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
জানা গিয়েছে, আইসল্যান্ডের Fagradalsfjal আগ্নেয়গিরি থেকেও গত ২৫ অক্টোবর থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে ১০০০ বার কম্পন অনুভূত হয় সেখানে, একটির তীব্রতা ছিল ৩.৯, অন্যটির ৪.৫। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
তার পর গত দুই সপ্তাহ ধরে সেখানে বহমান লাভা আক্ষরিক অর্থেই উপচে পড়ছে। প্রতিদিন এখনও ভূমিকম্পও হয়ে চলেছে আইসল্যান্ডে। এমন পরিস্থিতিতে প্রমাদ গুনছেন স্থানীয় মানুষজন। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে বরফে ঢাকা মাটির বুক চিড়ে গনগনে আগুনের স্রোত বইতে দেখা গিয়েছে। জ্বালামুখ থেকে শোনা গিয়েছে তীব্র গর্জনও। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
নীলাভ বরফের উপর কালো ছাইয়ের স্তূপও চোখে পড়েছে। কোথাও কোথাও মানুষ জড়ো হয়েছেন লাভার স্রোতকে চাক্ষুষ করতে। দেশের সরকার যদিও সকলকে সতর্ক করেছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
জ্বালামুখের ছবি তুলতে ড্রোন ব্যবহার করা হলেও, প্রচণ্ড তাপমাত্রায় সেগুলি অকেজো হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -