Mars Day Video:ভোর থেকে গোধূলি পর্যন্ত কেমন ভাবে কাটে মঙ্গলগ্রহের দিন, ধরা পড়ল ছবি
সূর্য, পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে থাকায় গত নভেম্বরের সপ্তাহদুয়েক বাকি কাজকর্ম বন্ধ রেখেছিল নাসার রোভার Curiosity। তবে সেই সময়টা, মঙ্গলের (Mars Dawn To Dusk Video) দিনরাত্রি কেমন কাটে, সেই ছবি নিজের Hazcam-এ ধরে রেখেছিল সে। এবার সেই ছবিগুলিই ভিডিও আকারে প্রকাশ্যে আনলেন বিজ্ঞানীরা। (ছবি:Curiosity Rover X Handle)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোর থেকে সন্ধে পর্যন্ত, মঙ্গলের মাটিতে একটা গোটা দিন কেমন লাগে দেখতে, ধরা পড়েছে সেই ভিডিওয়। পৃথিবী ও মঙ্গলের মাঝামাঝি সূর্যের এই অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয়, 'মাস সোলার কনজাংশন'। এই সময়টা সাধারণ ভাবে রোভারের 'ছুটি'। (ছবি:Curiosity Rover X Handle)
কারণ? সোজা করে বললে, সূর্যের এমন অবস্থান রেডিও-তরঙ্গের চলাচলে বাধা তৈরি করে। তাই যতক্ষণ পর্যন্ত সূর্য, পৃথিবী ও মঙ্গলের মধ্যে থাকে, তত ক্ষণ পর্যন্ত বিজ্ঞানীরা রোভার Curiosity-কে কোনও কাজের নির্দেশ পাঠান না।(ছবি:Curiosity Rover X Handle)
অর্থাৎ মঙ্গলগ্রহের আনাচেকানাচে ঘুরে ঘুরে কাজ করতে পারে না সে। তাই বলে হাত-পা গুটিয়ে বসে থাকা? নাহ, সেটিও নয়। একেবারে 'অলস' করে না রেখে, নাসা এই সময়টা রোভারকে খানিকটা সূর্যঘড়ির আদলে ব্যবহার করে নিতে চেয়েছিল। (ছবি:Curiosity Rover X Handle)
Curiosity-র সামনে এবং পিছনে লাগানো রয়েছে কিছু সাদা-কালো ক্যামেরা। বিজ্ঞানীদের ভাষায়, Hazcam। এই ক্যামেরা দিয়েই মঙ্গলের একটি গোটা দিনের ছবি তুলেছে রোভার।(ছবি:Curiosity Rover X Handle)
পৃথিবীর সময়ের নিরিখে দিনের মাপ ১২ ঘণ্টা। কিন্তু কী ভাবে তোলা হল ছবি? এখানেই খানিক চমক। আসলে, ওই সময়টা জুড়ে মঙ্গলের মাটিতে পড়া নিজের ছায়ার ছবি তুলে গিয়েছে Curiosity।(ছবি:Curiosity Rover X Handle)
এখানেই মজা। ভোরের বেলা ছায়া একরকম, বেলা যত গড়াচ্ছে, ছায়ার গতি-প্রকৃতি তত পাল্টে যাচ্ছে। কাকভোর থেকে গোধূলি পর্যন্ত, এই ভাবেই মঙ্গলের গোটা দিনের ছবি ক্যামেরাবন্দি করেছে Curiosity।(ছবি:Curiosity Rover X Handle)
তবে যে ভাবে ছবিগুলি Curiosity পাঠিয়েছিল, হুবহু সেই ভাবেই সেগুলি প্রকাশ করা হয়নি। কিছু পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে। তার পর এই ভিডিও।তা নিয়ে এর মধ্যেই তুমুল হইচই।(ছবি:Curiosity Rover X Handle)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -