Science News:কোন বিপর্যয়ের সাক্ষী ভূমধ্যসাগরের অতলে লুকনো 'সুপার ভলকানো'-র 'মেগাবেড'?
সাদামাঠা আগ্নেয়গিরি নয়, 'সুপার ভলকানো'। তবে মাটির উপর নয়, ভূমধ্যসাগরের গভীরে। কয়েক মাসে এই সুপ্রাচীন 'সুপার ভলকানো'-র মেগাবেডের খোঁজ পেয়েছেন বিশেষজ্ঞরা। তা থেকেই তাঁদের অনুমান, প্রত্যেক ১০-১৫ হাজার বছরে বিপর্যয়ের মুখোমুখি হয় ইউরোপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppTyrrhenian Sea-র তলদেশ খোঁজাখুঁজি করার সময় ওই 'সুপার ভলকানো'-র 'মেগাবেড'-র হদিস মেলে।
ইতালির পশ্চিম উপকূলে, একটি বিশাল 'আন্ডারওয়াটার ভলকানো'-র কাছেই ওই 'সুপার ভলকানো মেগাবেড'-র খোঁজ মেলে।
ওই এলাকার 'জিওহ্যাজার্ডস' বা ভৌগোলিক বিপর্যয় সম্পর্কে বিশেষজ্ঞরা আগে যে ধরনের গবেষণা চালিয়েছিলেন, তাতে এটা বোঝা গিয়েছিল যে মহাসাগরের গভীরে কিছু রহস্য লুকনো রয়েছে। কিন্তু সেগুলি ঠিক কী, স্পষ্ট বোঝা যায়নি।
'ওহায়ো স্টেট ইউনভার্সিটি'-র 'আর্থ সায়েন্স'-র অধ্যাপক ডেরেক সয়ার নিজের টিমকে নিয়ে আরও একবার ওই এলাকা ছানবিন করতে যান।
হাই রেজোলিউশন ইমেজে তখনই ধরা পড়ে, চারটি 'মেগাবেড'-র স্তর রয়েছে। ৩৩ ফুট থেকে ৮২ ফুট পর্যন্ত গভীরতা তাদের। ।
এতেই শেষ নয়। ধরা পড়ে, প্রত্যেকটি স্তর একে অন্যের থেকে আলাদা। এবং সেগুলি আলাদা করা রয়েছে সম্পূর্ণ পৃথক একটি সেডিমেন্টের মাধ্যমে।
সবথেকে পুরনো স্তরটি ৪০ হাজার বছর প্রাচীন। তার পরেরটি ৩২ হাজার বছর, তার পরেরটি ১৮ হাজার বছর। সবথেকে নতুন স্তরটির বয়স ৮ হাজার। এর পর বিজ্ঞানীদলটি ওই এলাকার অগ্ন্যুৎপাতের খতিয়ান খতিয়ে দেখেন। তখনই স্পষ্ট হয় ছবিটা।
তাঁদের বক্তব্য, ওই এলাকা অগ্ন্যুৎপাতের নিরিখে অত্যন্ত সক্রিয়। Campi Flegrei 'সুপার ভলকানো'-সহ একাধিক আগ্নেয়গিরি রয়েছে ওই অঞ্চলে। সম্ভবত, Campi Flegrei থেকে ৩৯ হাজার বছর আগেই বিপুল উদগীরণ হয়েছিল, তার থেকে প্রাচীনতম 'মেগাবেড' টি তৈরি হয়। গোটা গবেষণাটি 'জিওলজি' শীর্ষক জার্নালে প্রকাশিত হয়েছে গত অগাস্টে। তার পর থেকেই আন্দোলন। ভূতত্ত্ববিদদের মধ্যে জোরালো আলোচনা, মেগাবেডের স্তরগুলির বয়সের ফারাক বিবেচনা করলে ধরে নিতে হয় আনুমানিক প্রত্যেক ১০-১৫ হাজার বছর পর পর বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপ। তবে এই দাবি কতটা সত্যি, জানতে আরও গবেষণা জরুরি, মনে করেন বিশেষজ্ঞরাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -