Indian Plate is Breaking Up: হিমালয়ের নীচে চরম বিশৃঙ্খলা, একটু একটু করে ভাঙছে ইন্ডিয়ান প্লেট, উঠে এল গবেষণায়

Science News: গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
হিমালয়ে নীচে ঠিক নেই সবকিছু। চাঞ্চল্যকর রিপোর্ট দিলেন বিজ্ঞানীরা। মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা যখন বাড়ছে, সেই সময়ই আরও বড় বিপদের কথা জানানো হল।
2/10
আন্তর্জাতিক গবেষকদের রিপোর্টে উদ্বেগজনক তথ্য় উঠে এসেছে। সান ফ্রান্সিসকোর American Geophysical Union-এ সেই রিপোর্ট তুলে ধরা হয়েছে, যা চমকে ওঠার মতো।
3/10
ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে সংঘর্ষের জেরেই হিমালয় পর্বতমালার সৃষ্টি বলে জানা যায়। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, ইন্ডিয়ান প্লেটটি টিবেটান প্লাতিউ বা মালভূমির নীচে ঢুকে যাচ্ছে মসৃণ ভাবে।
4/10
কিন্তু নতুন গবেষণায় দেখা গিয়েছে, হিমালয় পর্বতমালার নীচে ইন্ডিয়ান প্লেটটি আস্তে আস্তে মুচড়ে যাচ্ছে। একটু একটু করে ভাঙছে প্লেটটি।
5/10
3D ইমেজিং পদ্ধতির মাধ্যমে এই নতুন তথ্য সামনে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, তিব্বত মালভূমির নীচে ঢুকে যেতে যেতেই ভাঙন ধরে ইন্ডিয়ান প্লেটে।
6/10
বলা হয়েছে, দ্রাঘিমারেখার ৯০ ডিগ্রি পূর্ব এবং পশ্চিমেই মূলত গতিবিধি সীমাবদ্ধ ইন্ডিয়ান প্লেটের। পশ্চিমে তেমন কোনও নড়চড় হয় না।
7/10
কিন্তু পূর্বদিকে পরিস্থিতি একেবারে উল্টো। সেখানে স্তরে স্তরে বিন্যস্ত ইন্ডিয়ান প্লেট। ফলে নীচের স্তর থেকে উপরের স্তরটি খোসার মতো আলাদা হয়। সেখানে শঙ্কুর আকারের একটি কাঠামো তৈরি হয়েছে, যা থেকে বোঝা যায় রীতিমতো সংঘর্ষ ঘটে চলেছে সেখানে।
8/10
ওই অঞ্চলে হিলিয়াম গ্যাসের অসঙ্গতিও চোখে পড়েছে। ফলে ভূমিকম্পের প্রবণতা লাগাতার বেড়ে চলেছে সেখানে। এর ফলে আরও বেশি টান পড়ছে মাটিতে।
9/10
চিনের Ocean University-র ভূপদার্থবিদ লিউ লিউ জানিয়েছেন, একেবারেই মসৃণ ভাবে ইউরেশিয়ান প্লেটের নীচে ঢুকছে না ইন্ডিয়ান প্লেট। বরং উপরের যে অংশ পুরু, তা খোসার মতো ভেঙে উঠে যাচ্ছে।
10/10
অন্য দিকে, নীচের অংশ ক্রমশ ভূগর্ভের অন্তঃস্থলে ঢুকে যাচ্ছে। সেখানকার প্রস্রবণে হিলিয়াম-৩ গ্যাসের অস্বাভাবিক মাত্রা পাওয়া গিয়েছে, যা মূলত ভূগর্ভের অন্তঃস্থলে পাওয়া যায়। এর ফলে পৃথিবীর উপরিস্থলেই শুধুমাত্র এর প্রভাব পড়ছে না, ভিতরের অংশও পাল্টে যাচ্ছে। আগামী দিনে ভূমিকম্পে নির্ধারণের ক্ষেত্রেও পদ্ধতি পাল্টানোর প্রযোজন পড়বে।
Sponsored Links by Taboola