Indonesia Blue Lava Volcano: আগুনরঙা নয়, উজ্জ্বল নীল রং এই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার
অগ্ন্যুৎপাতের জেরে আগুনরঙা লাভার স্রোত বয়ে যাওয়ার দৃশ্য কখনও না কখনও দেখেছি আমরা। টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিত্যদিন বিপর্যয়ের এমন ছবি উঠে আসে। ফাইল চিত্র। ছবি :ফ্রিপিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু অগ্ন্যুৎপাতের পর উজ্জ্বল নীল রংয়ের লাভার স্রোত বয়ে যেতে দেখেছেন কখনও? তুলির ছোঁয়ায় রাঙানো নয়, উজ্জ্বল নীল রংয়ের এই লাভা প্রকৃতিরই সৃষ্টি। ছবি :ফ্রিপিক।
যেখানে সেখানে যদিও এই লাভা চোখে পড়ে না। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে কাওয়া ইজেন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ঘটলে, এই উজ্জ্বল নীল রংয়ের লাভার উদগীরণ ঘটে। ছবি :ফ্রিপিক।
ফরাসি স্থিরচিত্র গ্রাহক অলিভিয়ের গ্রুনেওয়াল্দ প্রথন এই নীল লাভার ভয়ঙ্কর সুন্দর রূপ সামনে আনেন, তাতে সাড়া পড়ে যায় সর্বত্র। কিন্তু কেন এই লাভার রং নীল, জানুন। ছবি :ফ্রিপিক।
লাভার রং চোখে উজ্জ্বল নীল হয়ে ধরা দিলেও, লাভা থেকে ওই রংয়ের সৃষ্টি নয়। বরং সালফিউরিক গ্যাস দহনের ফলেই এই রংয়ের সৃষ্টি। ছবি :ফ্রিপিক।
অগ্ন্যুৎপাতের সময় জ্বালামুখ থেকে যে গ্যাস নির্গত হয়, তার মধ্যে সালফিউরিক গ্যাসও থাকে। অক্সিজেন সমৃদ্ধ বাতাসের সংস্পর্শে এসে বিক্রিয়া ঘটে এবং উজ্জ্বল নীল রংয়ের আগুন হয়ে জ্বলতে থাকে। ছবি :ফ্রিপিক।
দহনের পর গলিত গ্যাস সালফারে ঘনীভূত হয়। তার পরও ওই নীল আগুন জ্বলতে থাকে। আসলে কিন্তু আঙুলরঙা লাভাই বেরোয় কাওয়া ইজেন আগ্নেয়গিরি থেকে। ছবি :ফ্রিপিক।
যে ক্রিয়া-বিক্রিয়া ঘটে এই নীল রংয়ের সৃষ্টি, তাকে বিজ্ঞানের ভাষায় ইলেকট্রনিক এক্সাইটেশনও বলা হয়। দহনের সময় সালফারের পরামাণুতে নিহিত ইলেক্ট্রন উত্তেজিত হয়ে পড়ে। সেই সময় আলো নির্গমনের মাধ্যমে বাড়তি শক্তি ঝেড়ে ফেলে ইলেকট্রন। ছবি :ফ্রিপিক।
স্থানীয়রা এই নীল রংয়ের লাভাকে ‘Api Biru’ অর্থাৎ নীল আগুন বলে উল্লেখ করেন। দিনভরই যদিও এই দহন প্রক্রিয়া চলে, কিন্তু দিনের বেলা রং দেখা যায় না। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
ইথিওপিয়াপ দানাকিলেও এমন নীল লাভার খোঁজ মিলেছে। তবে কাওয়া ইজেনের বয়স অনেক। দীর্ঘ দিন ধরে অগ্ন্যুৎপাতের ফলে সেখানে নীল লাভা বয়ে চলেছে। ফাইল চিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -