Picasso Bugs: পোকা তো নয়, যেন শিল্পকর্ম! শিল্পীর নামেই নামকরণ, বিপদে পড়লে দুর্গন্ধ ছড়ায় পিকাসো পোকা

Facts About Picasso Bugs: শিল্পীর তুলিতেই যেন এত সুন্দর। ছবি: Stanford.

Continues below advertisement

ছবি: Stanford.

Continues below advertisement
1/10
পোকামাকড় দেখে শিউরে ওঠেন অনেকেই। আবার পোকামাকড় ভালওবাসেন অনেকে।
2/10
কিন্তু এমন এক পোকা রয়েছে, যাকে দেখে ভয়, ঘেন্না তো দূর, মন ভাল হয়ে যায়। পোকা নয় শিল্পকর্ম বলে মনে হয়।
3/10
এই পোকার নাম পিকাসো বাগ, প্রবাদপ্রতিম শিল্পী পাবলো পিকাসোর নামে নামকরণ।
4/10
অন্য পোকার সঙ্গে একেবারেই মেলানো যায় না এই পোকাকে। বরং গায়ের নকশা আকর্ষণই করে সকলকে।
5/10
পিকাসো পোকা শিল্ড ব্যাকড পোকা প্রজাতির অন্তর্ভুক্ত, অর্থাৎ পুরু খোলসের নীচে ঢাকা থাকে ডানা।
Continues below advertisement
6/10
এর জন্য ওড়াতেও না কি অনীহা এই পোকাদের। কিন্তু তাদের ওড়ার ক্ষমতা রয়েছে যথেষ্টই।
7/10
জবা, তুলো-সহ বিভিন্ন গাছের পাতা খেয়ে জীবনধারণ করে পিকাসো পোকা। ফুলগাছেও বাসা বেঁধে থাকে।
8/10
মূলত আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, তানজানিয়া এবং ক্যামেরুনে পিকাসো পোকা দেখতে পাওয়া যায়। এই পোকাকে ঘাঁটালে গা থেকে গন্ধ বেরোয়, যা ক্ষতিকর।
9/10
তবে পিকাসো পোকা একেবারেই ক্ষতিকর নয়। ১৭৭৫ সালে এই পোকার আবিষ্কার করেন ডেনমার্কের বিজ্ঞানী।
10/10
পিকাসোর শিল্পকর্ম গোটা পৃথিবীতে জনপ্রিয়। তার সঙ্গে সাযুজ্য রেখেই নামকরণ হয়।
Sponsored Links by Taboola