Picasso Bugs: পোকা তো নয়, যেন শিল্পকর্ম! শিল্পীর নামেই নামকরণ, বিপদে পড়লে দুর্গন্ধ ছড়ায় পিকাসো পোকা

পোকামাকড় দেখে শিউরে ওঠেন অনেকেই। আবার পোকামাকড় ভালওবাসেন অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কিন্তু এমন এক পোকা রয়েছে, যাকে দেখে ভয়, ঘেন্না তো দূর, মন ভাল হয়ে যায়। পোকা নয় শিল্পকর্ম বলে মনে হয়।

এই পোকার নাম পিকাসো বাগ, প্রবাদপ্রতিম শিল্পী পাবলো পিকাসোর নামে নামকরণ।
অন্য পোকার সঙ্গে একেবারেই মেলানো যায় না এই পোকাকে। বরং গায়ের নকশা আকর্ষণই করে সকলকে।
পিকাসো পোকা শিল্ড ব্যাকড পোকা প্রজাতির অন্তর্ভুক্ত, অর্থাৎ পুরু খোলসের নীচে ঢাকা থাকে ডানা।
এর জন্য ওড়াতেও না কি অনীহা এই পোকাদের। কিন্তু তাদের ওড়ার ক্ষমতা রয়েছে যথেষ্টই।
জবা, তুলো-সহ বিভিন্ন গাছের পাতা খেয়ে জীবনধারণ করে পিকাসো পোকা। ফুলগাছেও বাসা বেঁধে থাকে।
মূলত আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, তানজানিয়া এবং ক্যামেরুনে পিকাসো পোকা দেখতে পাওয়া যায়। এই পোকাকে ঘাঁটালে গা থেকে গন্ধ বেরোয়, যা ক্ষতিকর।
তবে পিকাসো পোকা একেবারেই ক্ষতিকর নয়। ১৭৭৫ সালে এই পোকার আবিষ্কার করেন ডেনমার্কের বিজ্ঞানী।
পিকাসোর শিল্পকর্ম গোটা পৃথিবীতে জনপ্রিয়। তার সঙ্গে সাযুজ্য রেখেই নামকরণ হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -