Yawning Contagious or Not: অন্যকে দেখেই বেশি হাই ওঠে, এই প্রবণতা কি সংক্রামক?

Science News: কমবেশি হলেও, বহু মানুষের মধ্যেই এই প্রবণতা রয়েছে। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
পর্যাপ্ত ঘুম হলেও অনেক সময় হাই তুলি আমরা। বিশেষ করে সামনে যদি কাউকে হাই তুলতে দেখি, বা পাশ থেকে কারও হাই তোলার শব্দ পেলেও আপনাআপনি হাই ওঠে আমাদের।
2/10
তাহলে হাই তোলা কি ছোঁয়াচে বা সংক্রামক? এই প্রশ্ন রয়েছে অনেকের মনেই। খুঁজেপেতে এবার উত্তর বের করলেন বিজ্ঞানীরা।
3/10
বিজ্ঞানীরা জানিয়েছে, অন্যকে দেখে বা অন্যের হাই তোলার শব্দ শুনে আমাদের যখন হাই ওঠে, তার জন্য দায়ী মস্তিষ্কের কিছু কোষ, যাকে বিজ্ঞানের পরিভাষায় Mirror Neurons বলা হয়।
4/10
মনোবিদ তথা মেডিক্যাল অ্যাডভাইসর চার্লস সুইট এর ব্যাখ্যা দিয়েছেন Live Science-কে। তিনি জানিয়েছেন, অন্যের আচরণ পর্যবেক্ষণ করে প্রতিক্রিয়া জানায় মস্তিষ্কের Mirror Neurons. তার জেরেই অন্যকে যখন হাই তুলতে দেখি আমরা, ওই কোষগুলি অতিসক্রিয় হয়ে ওঠে। তাই আমাদেরও হাই ওঠে।
5/10
শুধু মানুষের মধ্যেই এই প্রবণতা দেখা যায় না, পশুরাও একে অন্যকে দেখে হাই তোলে বলে গবেষণায় ধরা পড়েছে। ২০১৩ সালের একটি গবেষণায় দেখা যায়, অচেনা লোকের চেয়ে, নিজের চেনা লোককে হাই তুলতে দেখলে, সারমেয়দেরও ঘন ঘন হাই ওঠে।
6/10
বিশেষ করে কাছের জনকে হাই তুলতে দেখলেই বেশি করে হাই ওঠে। এই প্রবণতাকে Familiarity Bias বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা। জনস হপকিন্সের অধ্যাপক অ্যান্ড্রু গ্যালাপ জানিয়েছেন, নিজের কাছের মানুষের গুরুত্ব আমাদের কাছে বেশি। তাঁদের আচরণের উপর বেশি নজর দিই। তাই কাছের মানুষকে হাই তুলতে দেখলে বেশি করে হাই ওঠে। অচেনা মানুষের ক্ষেত্রে এই প্রবণতা তুলনামূলক কম হয়।
7/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, হাই তুললে মস্তিষ্ক তুলনামূলক শান্ত থাকে। এর ফলে সচেতনতা বৃদ্ধি পায়, ধার বাড়ে মস্তিষ্কের। কোনও একটি গোষ্ঠীর মধ্যে একজনকে দেখে অন্য জন হাই তোলেন, সেক্ষেত্রে কোনও বিপদ দেখা দিলে, আগে থেকে সতর্ক হয়ে যান সকলে।
8/10
তবে সকলের ক্ষেত্রে এই প্রবণতা সমান নয়। একটি সমীক্ষায় দেখা যায়, অন্যকে দেখে হাই তুলছেন ৪০-৬০ শতাংশ মানুষই।
9/10
অন্যকে দেখে হাই তোলার নেপথ্যে মানসিক সংযোগও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীদের কেউ কেউ। তাঁদের মতে, অন্যকে দেখে হাই তোলার মধ্য়ে জড়িয়ে রয়েছে অন্যের প্রতি সহানুভূতি। তবে সেই নিয়ে মতভেদ রয়েছে।
10/10
অটিস্টিকদের মধ্য়ে যদিও অন্য কে দেখে হাই তোলার প্রবণতা কম। এক্ষেত্রে মস্তিষ্কের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত বিজ্ঞানীদের। আবার মানসিক ভাবে যাঁরা বজ্রকঠিন, সহানুভূতি যাঁদের মধ্যে কম, তাঁদের ক্ষেত্রেও অন্যকে দেখে হাই তোলার প্রবণতা কম বলে ধরা পড়েছে।
Sponsored Links by Taboola