ISRO: ‘সারে জহাঁ সে আচ্ছা’...মহাকাশ থেকে কেমন দেখায় ভারতকে! ছবি প্রকাশ করল ISRO
মহাশূন্য থেকে ভারতকে কেমন দেখায়, জানতে চাওয়া হয়েছিল। রাকেশ শর্মার জবাব ছিল সারে ‘জহাঁ সে আচ্ছা’। তাঁর সেই কথাই ফের একবার সত্য প্রমাণিত হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহাশূন্য থেকে তোলা ভারতের ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. তাতে ফের নজর কাড়ল অপরূপা ভারত।
মহাকাশ থেকে নজরদারি চালানো কৃত্রিম উপগ্রহ Oceansat-3 ওই ছবি তুলেছে। ওশিয়ান কালার মনিটর সেন্সর ব্যবহার করে ওই ছবিগুলি তোলা হয়েছে।
Oceansat-3 স্যাটেলাইটের তোলা ছবি ডেটার আকারে মজুত রাখতে বিশেষ প্রযুক্তি তৈরি করেছে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। প্রত্যেক ছবি এক একটি মোজেইক।
৩০০ জিবি ডেটা ঘেঁটে মোজেইক পিছু ২ হাজার ৯৩৯টি ছবি সংগৃহীত হয়। তাতে পৃথিবীপৃষ্ঠের প্রত্যেক অঞ্চলের ছবি ফুটে উঠেছে।
এ বছর ১ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ওই ছবিগুলি তোলা হয়। তাতে ভারত স্পষ্ট এবং উজ্জ্বল রূপে ধরা দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ওই সব ছবি তুলে ধরেছে ISRO. প্রত্যেক অঞ্চলকে আলাদা রংয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে সবুজ ভূমি এবং জলভাগকে দেখানো হয়েছে আলাদা করে।
Oceansat-3 একটি ন্যানো স্যাটেলাইট। PSLV-C54 অভিযানের আওতায় ২০২২ সালের ২৬ নভেম্বর সেটির উৎক্ষেপণ করে ISRO.
পৃথিবীর বায়ুমণ্ডল এবং সমুদ্র অঞ্চল সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহেই Oceansat-3-কে ব্যবহার করছে ISRO.
Oceansat-3 স্যাটেলাইটে রয়েছে ওশিয়ান কালার মনিটর, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নির্ধারণকারী, KU Bank স্কেটেরোমিটার এবং ARGOS প্রযুক্তি। তার সাহায্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য থেকে পৃথিবীর উপর নজরদারি চালানো সম্ভব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -