Maha Kumbh 2025: মহাকাশ থেকে কেমন দেখাচ্ছে কুম্ভমেলাকে ? স্যাটেলাইটের ছবি প্রকাশ্যে আনল ইসরো

ISRO Satellite Images: আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ এই কুম্ভমেলা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই মহাকুম্ভের ছবি পাঠিয়েছে যা উপগ্রহে ধরা পড়েছিল।

মহাকাশ থেকে কেমন দেখতে কুম্ভমেলাকে ?

1/10
ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো ভারতীয় উপগ্রহ ব্যবহার করে মহাকুম্ভ মেলার ছবি সংগ্রহ করেছে এবং তা প্রকাশ করেছে।
2/10
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ এই কুম্ভমেলা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই মহাকুম্ভের ছবি পাঠিয়েছে।
3/10
র‍্যাডারস্যাট ব্যবহার করে অত্যাধুনিক অপটিক্যাল স্যাটেলাইটের সাহায্যে হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে মহাকুম্ভ মেলার দারুণ পরিকাঠামোর ছবি পাঠিয়েছে।
4/10
এনআরএসএসসির ডিরেক্টর ডক্টর প্রকাশ চৌহান বলেছেন, তারা র‍্যাডারস্যাট ব্যবহার করে প্রয়াগরাজের চারপাশে ঘিরে থাকা ক্লাউড ব্যান্ডের মাধ্যমে এলাকাটিকে চিহ্নিত করেছে।
5/10
মহাকুম্ভের মেলায় যে পন্টুন ব্রিজ করা হয়েছে, যে সম্পূর্ণ পরিকাঠামো রয়েছে তার ছবি স্পষ্ট হয়েছে এই ছবিগুলিতে।
6/10
মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে নবনির্মিত শিবালয় পার্কটি। ৬ এপ্রিলের ছবিতে একটি বিস্তীর্ণ মাঠ দেখা যাচ্ছে এবং সেখানেই ২২ ডিসেম্বরের ছবিতে শিবালয় পার্কের অস্তিত্ব স্পষ্ট।
7/10
১০ জানুয়ারির ছবিতে স্পষ্টভাবে ধরা পড়েছে ভারতের মানচিত্রের মত একটি অংশ যা আলাদা করে তৈরি করা হয়েছিল সঙ্গম এলাকায়।
8/10
১৯ জানুয়ারি মহাকুম্ভের মেলা প্রাঙ্গণেই সেক্টর ১৯-এর কয়েকটি তাঁবুতে আগুন ধরে যায়। গ্যাস সিলিন্ডার ফেটে এই আগুন ধরেছিল বলে জানা গিয়েছে।
9/10
ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ২৬০টি তাঁবু। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে খবর। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে এসে যায় সেক্টর ১৯। কালো ধোঁয়ায় ঢেকেছে কুম্ভমেলা চত্বর।
10/10
আপাতত প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার যে মেলা চত্বরে আগুন লেগেছে সেখান থেকে সাধারণ মানুষকে নিরাপত্তার কারণে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেউ আহত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Links by Taboola