Science News: পৃথিবীর দিকে ধেয়ে আসছে অসংখ্য গ্রহাণু, রয়েছে কি কোনও বিপদের সম্ভাবনা? বিবৃতিতে কী বলল নাসা?

NASA News: বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই গ্রহাণুগুলোর অবস্থান ও গতিবিধি দেখলে মনে হতে পারে দ্রুতগতিতে তারা যেভাবে এগিয়ে আসছে, তাতে একে অপরের সঙ্গে সংঘর্ষ হতে পারে। কিন্তু তেমন কোনও সম্ভাবনা নেই।

পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু

1/9
নাসা সম্প্রতি এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে অসংখ্য গ্রহাণু চলতি বছর বিভিন্ন সময়ে পৃথিবীর পাশ দিয়ে বিচরণ করবে।
2/9
NASA-এর জেট প্রপালশন ল্যাবরেটরি (JPL) গ্রহাণুদের পর্যবেক্ষণ করেছে। তাদের গতিবিধিগুলো পর্যবেক্ষণের পর জানিয়েছে যে, চলতি ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি ছোট গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে।
3/9
বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই গ্রহাণুগুলোর অবস্থান ও গতিবিধি দেখলে মনে হতে পারে দ্রুতগতিতে তারা যেভাবে এগিয়ে আসছে, তাতে একে অপরের সঙ্গে সংঘর্ষ হতে পারে। কিন্তু তেমন কোনও সম্ভাবনা নেই।
4/9
গ্রহাণুগুলোর মধ্যে পৃথিবীর নিকটতম 2025 CJ গ্রহাণুর অবস্থান রয়েছে। শুক্রবার ভোররাতে ৩.২১ এর সময়ে এই গ্রহাণু পৃথিবীর সবচেয়ে কাছে ঘেঁসে থাকবে।
5/9
বিজ্ঞানীদের তরফে জানানো হয়েছে এই গ্রহাণুর আয়তন হবে ৮ ফুট চওড়া। পৃথিবীর 599,369 কিলোমিটারের মধ্যে চলে আসবে। পৃথিবীর চারিদিকে এই গ্রহাণু ১৭৫৫০ কিমি/ঘণ্টা গতিতে চলাফেরা করবে।
6/9
তবে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৯টার সময় আরও একটি গ্রহাণু পৃথিবীর অনেক কাছে চলে এসেছিল। সেটি হল 2025 CR1।
7/9
এই গ্রহাণুটি যদিও অপেক্ষাকৃত ছোট। তার মাপ মাত্র ২.৯ ফুট।
8/9
এছাড়াও 2016 CO248 এই গ্রহাণুটি ৭ ফেব্রুয়ারি ভারতীয় সময় শুক্রবার রাত ১২.৪৫ এ পৃথিবীর অনেক কাছে চলে আসে। এই গ্রহাণুটির মাপ হবে ৯ থেকে ১৯ ফুট আয়তনের।
9/9
নাসার রিপোর্ট এর আগে জানিয়েছিল গত বছর ঘণ্টায় ১৪ হাজার ৭৪৩ মাইল বেগে ২৪ ডিসেম্বর পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল এক বিশাল গ্রহাণু। প্রায় ১০ তলা ভবনের সমান আকারের বিশাল ছিল এই গ্রহাণু।
Sponsored Links by Taboola