Jupiter's Moon IO: দু’দিকের টানাপোড়েনে ছিন্নভিন্ন হওয়ার জোগাড়, বৃহস্পতির এই উপগ্রহের ক্লোজআপ ছবি তুলল NASA
পৃথিবীর উপগ্রহে পদার্পণ ঘটে গিয়েছে। একই সঙ্গে বৃহস্পতির উপগ্রহের আশপাশেও চলছে ঘোরাফেরা। এবার একেবারে সামনে থেকে বৃহস্পতির উপগ্রহের ছবি তুলে আনল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. ছবি: নাসা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নিয়ে গত দুই মাসে দ্বিতীয় বার বৃহস্পতির উপগ্রহের একেবারে কাছাকাছি পৌঁছনো হল। NASA-র Juno মহাকাশযান বৃহস্পতির উপগ্রহ IO-র ক্লোজ-আপ ছবি তুলেছে। ছবি: নাসা।
NASA-র Southwest Research Institute IO-র বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যা একেবারে কাছ থেকে তোলা হয়েছে। এমনিতে পাতাললোক বলে উল্লেখ করা হলেও, ছবিতে একেবারে শান্তরূপেই দেখা গিয়েছে IO-কে। ছবি: নাসা।
ধাপে ধাপে IO-র কাছাকাছি পৌঁছয় Juno. সেই ভিডিও-ও ক্যামেরাবন্দি করে Juno, যা ভিডিও হিসেবে তুলে ধরেছেন বিজ্ঞানীরা। ২০১১ সালে Juno-র উৎক্ষেপণ হয়। ২০১৬ সালে সেটি বৃহস্পতকে ঘিরে থাকা কক্ষপথে প্রবেশ করে। ছবি: নাসা।
প্রত্যেক বার যখন বৃহস্পতিকে প্রদক্ষিণ করছিল Juno, দৈত্যাকার গ্রহের একেবারে মেরুপ্রদেশের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। তার পর আবার সরে যেত দূরে। ২০২১ সালে বৃহস্পতির উপর অনুসন্ধান শেষ হয় মহাকাশযানটির। ছবি: নাসা।
এর পর, সৌরজগতে থাকা বৃহদাকার উপগ্রহগুলির উপর নজরদারি চালানোর কাজে নিযুক্ত করা হয় Juno-কে। IO-এই বৃহদাকার উপগ্রহের মধ্যে পড়ে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রথম বার IO থেকে মাত্র ১৫০০ কিলোমিটার দূরত্বে পৌঁছে যায় Juno. ছবি: নাসা।
সম্প্রতি IO-কে ৫৮তম বার প্রদক্ষিণ করেছে Juno. সেই কাছাকাছি অবস্থান থেকেই ছবি তোলা হয়েছে বলে জানা গিয়েছে। তাতেই কাছ থেকে IO-কে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। ছবি: নাসা।
মহাশূন্যে একেবারে বিপজ্জনক জায়গায় অবস্থান IO-র। বৃহস্পতি এবং তার আর এক উপগ্রহ ইউরোপার মাঝামাঝি, উচ্চ অভিকর্ষীয় স্থানে অবস্থান। ফলে দুই দিক থেকে ক্রমাগত টানাপোড়েন চলে। ছবি: নাসা।
বৃহস্পতি এবং ইউরোপার টানে IO-র অন্তঃস্থল কার্যতই ছিটকে বেরিয়ে আসার জোগাড়। এর ফলে সেখানে অগ্ন্যুৎপাত, লাভার উদগীরণ চলতেই থাকে। তবে এই টানাপোড়েনের প্রভাব আজও ক্যামেরাবন্দি করা যায়নি। ছবি: নাসা।
বিজ্ঞানীদের মতে, IO-র অন্তঃস্থলে লাভার সাগর রয়েছে। IO-কে পর্যবেক্ষণ করতে আপাতত Juno-ই ভরসা বিজ্ঞানীদের। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত IO-কে পর্যবেক্ষণ করবে Juno. তার পর যদি আর প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে Juno-কে বৃহস্পতির বায়ুমণ্ডলে প্রবেশ করানো হবে। ছবি: নাসা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -