Simulated Mars Mission: লালগ্রহে উপনিবেশ গড়াই লক্ষ্য, কৃত্রিম মঙ্গলে একবছর কাটানোর সুযোগ, লোক খুঁজছে NASA
পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ চলছে। তার জন্য তন্নতন্ন করে মহাকাশে তল্লাশি চালাচ্ছেন বিজ্ঞানীরা। সেই মাপকাঠিতে এখনও পর্যন্ত পড়শি গ্রহ মঙ্গলই সবচেয়ে এগিয়ে রয়েছে। ছবি: NASA.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই লক্ষ্যে পৌঁছতে এবার সাধারণ মানুষের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. মঙ্গলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, সেখানে বেঁচে থাকার কৌশল রপ্ত করার সুযোগ দিচ্ছে তারা। ছবি: পিক্সাবে।
ভবিষ্যতে মঙ্গলে উপনিবেশ গড়ে তোলা গেলে, পৃথিবীসুদ্ধ লোকজনকে সেখানে তুলে নেওয়া যাবে না। বরং ধাপে ধাপে মঙ্গলে জনসংখ্যা বাড়ানো হবে। সেই লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করে দিল NASA. ছবি: পিক্সাবে।
মঙ্গলে থাকার অভিজ্ঞতা সঞ্চয় করতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে NASA. তবে রকেটে চাপিয়ে মঙ্গলে উড়িয়ে নিয়ে যাওয়া হবে না। বরং মঙ্গলের ভৌগলিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে পৃথিবীতেই অনুরূপ ব্যবস্থা করা হয়েছে। ছবি: পিক্সাবে।
সেই কৃত্রিম মঙ্গলে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতেই সাধারণ মানুষের কাছ থেকে আবেদনপত্র চাইছে NASA. একবছর সেখানে থাকতে আগ্রহী যাঁরা, তাঁদের আহ্বান জানানো হয়েছে। ছবি: NASA.
কাউকে জোর করছে না NASA, স্বেচ্ছায় কৃত্রিম মঙ্গলের বাসিন্দা হতে আগ্রহী যাঁরা, তাঁদেরই আহ্বান জানানো হচ্ছে। তার জন্য NASA-র হিউস্টন স্পেস সেন্টারে ১৭০০ স্কোয়্যার ফুট জায়গা জুড়ে কৃত্রিম মঙ্গলগ্রহ গড়ে তোলা হয়েছে। ছবি: পিক্সাবে।
আগ্রহী মানুষদের মধ্যে থেকে শারীরিক এবং মানসিক মাপকাঠিতে উতরোতে সফল হবেন যাঁরা, তাঁরা একবছর সেখানে থাকার সুযোগ পাবেন। সুযোগ পাবেন বিশ্বের তাবড় বিজ্ঞানীদের সঙ্গে কাজ করার। ছবি: NASA.
২০২৫ সালের বসন্তে এই অভিযান শুরু হচ্ছে। পৃথিবীতে থেকেই মঙ্গলে থাকার কৃত্রিম অভিজ্ঞতা সঞ্চয় করবেন অংশগ্রহণকারীরা। সেখানে ভিনগ্রহে হাঁটার কৌশল, রোবটের মাধ্যমে কার্য পরিচালনা, ভৌগলিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, ব্যায়াম এবং শস্য ফলানোর প্রশিক্ষণও দেওয়া হবে। -ফাইল চিত্র।
তবে চাইলেই যে কেউ এই অভিযানে অংশ নিতে পারবেন না। আবেদনকারীকে আমেরিকার স্থায়ী বা উদ্বুদ্ধ নাগরিক হতে হবে। ধূমপানের অভ্যাস থাকলে চলবে না। বয়স হতে হবে ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে। ঝরঝরে ইংরেজি বলতে পারতে হবে। শারীরিক ভাবে সুস্থ হতে হবে আবেদনকারীকে। -ফাইল চিত্র।
NASA জানিয়েছে, রোমাঞ্চপ্রেমী হতে হবে আবেদনকারীকে। মঙ্গলের বুকে উপনিবেশ গড়ার ক্ষেত্রে যে পরিশ্রম করছে NASA, তাতে সমান উৎসাহে যোগদান করতে হবে। আবেদন জানাতে হবে এবছর ২ এপ্রিলের মধ্যে। ছবি: NASA.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -