Odysseus Moon Lander: ইতিহাস রচনা করেও মর্মান্তিক পরিণতি, চাঁদের বুকে দেহ রাখল আমেরিকার চন্দ্রযান
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর চাঁদের বুকে প্রত্যাবর্তন ঘটেছিল আমেরিকার। বেসরকারি সংস্থার হাত ধরে হলেও, এত বছর পর চাঁদের মাটি স্পর্শ করেছিল আমেরিকার চন্দ্রযান। কিন্তু এই প্রত্যাবর্তন সুখকর হল না। -ফাইল চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমেরিকার বেসরকারি সংস্থা Intuitive Machines চাঁদে Nova-C মহাকাশযানটিকে পাঠিয়েছিল, যার ডাকনাম Odysseus বা Odie রাখা হয়। গত ২২ ফেব্রুয়ারি চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে সেটি। চাঁদের মাটিতে Odysseus দেহ রেখেছে বলে এবার জানাল Intuitive Machines. -ফাইল চিত্র।
শনিবার Intuitive Machines-এর তরফে চন্দ্রপৃষ্ঠে Odysseus-এর দেহত্যাগের কথা ঘোষণা করা হয়। চাঁদের বুকে রাত নেমে আসার পর থেকে আর সাড়া মিলছিল না তার কাছ থেকে। বার বার চেষ্টা করেও সাড়া মেলেনি। তার পরই চাঁদের বুকে Odysseus-এর দেহত্যাগের ঘোষণা হল। -ফাইল চিত্র।
Intuitive Machines-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, ‘উড়ান নিয়ন্ত্রণ করছিলেন যাঁরা, তাঁদের অনুমানই সত্যি হল। Odie-র পাওয়ার সিস্টেম থেকে আর সাড়া পাওয়া যায়নি। নিশ্চিত ভাবে বলা যায়, প্রথম বাণিজ্যিক চন্দ্রযান হিসেবে ইতিহাসে নাম তুলে Odie চিরতরে ঘুমিয়ে গিয়েছে’। -ফাইল চিত্র।
বেসরকারি সংস্থার চন্দ্রযান হলেও, এই অভিযানে যুক্ত ছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-ও। তাদের একাধিক পেলোড ছিল Odysseus-এর কাঁধে। গবেষণার কাজে প্রয়োজনীয় প্রযুক্তি এবং সরঞ্জাম পাঠিয়েছিল NASA. -ফাইল চিত্র।
এর আগে, Apollo অভিযানে প্রথম চাঁদে মানুষ পাঠায় NASA. Artemis অভিযানের আওতায় আবারও চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা। তবে এবার আর কিছু মুহূর্তের জন্য নয়, চাঁদের বুকে নিজেদের উপস্থিতি পাকা করতে চায় NASA. সেই কাজেরই প্রস্তুতি হিসেবে Odysseus-এর বেশ কিছু সরঞ্জাম পাঠিয়েছিল NASA. -ফাইল চিত্র।
তবে Intuitive Machines-এর এই অভিযান ঘিরে গোড়াতেই বিপত্তি দেখা দেয়। চাঁদের মাটি ছুঁলেও, নিজের পায়ে দাঁড়াতে পারেনি Odysseus. বরং একদিকে হেলে অবতরণ করে। -ফাইল চিত্র।
বার বার সেটিকে তুলে দাঁড় করানোর চেষ্টা হলেও, ব্যর্থ হতে হয়। জানা যায়, অবতরণের সময় কিছুতে হোঁচট খেয়ে একদিকে হেলে পড়ে সেটি। সেই অবস্থাতেই কিছু ছবি তুলে পাঠায় Odysseus. -ফাইল চিত্র।
চাঁদের মাটি ছোঁয়ার এক সপ্তাহ পরই শক্তি হারায় Odysseus. কারণ চাঁদের বুকে সেই সময় রাত নেমে আসে, যার মেয়াদ পৃথিবীর সময় অনুযায়ী ১৪ দিন। রাত কাটলে আবারও Odysseus জেগে উঠবে বলে আশা ছিল বিজ্ঞানীদের। -ফাইল চিত্র।
কিন্তু দিনের আলো ফোটার পরও রেডিও সিগনাল চালু হয়নি। গত ২২ ফেব্রুয়ারি চাঁদের বুকে অন্ধকার নামার আগে শেষ বার ছবি তুলে পাঠায় Odyusseus. -ফাইল চিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -