Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
PAN AM 914: উড়ানের পরই যাত্রীসমেত নিখোঁজ, ৩৭ বছর পর ফের আবির্ভাব? কল্পনা ও বাস্তব ঘেঁটে দেয় এই বিমান
যাত্রী নিয়ে উড়েছিল বিমান। তার পর রেডার থেকে গায়েব। না পাওয়া গিয়েছিল ধ্বংসাবশেষ, না অন্য কোথাও অবতরণের খবর। তার পর প্রায় ভুলেই গিয়েছিলেন সকলে। হঠাৎ ৩৭ বছর পর নাকি আবির্ভূত হয়ে সেই বিমান! তার পর আবারও গায়েব। আজও সেই রহস্যের কিনারা হয়নি। যদিও এমন কিছু ঘটেইনি বলে দাবি করেন অনেকে। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা যায়, ১৯৫৫ সালের ২ জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটি থেকে মায়ামির উদ্দেশে রওনা দেয় Pan AM ৯১৪ বিমানটি। বিমানে সওয়ার ছিলেন ক্যাপ্টেন চার্লস জি টেলর, ফার্স্ট অফিসার ইউজিনি প্রপ, চার বিমানকর্মী এবং ৫৭ জন যাত্রী। ছবি: পিক্সাবে।
কিন্তু উড়ানের ৮০ মিনিটের মধ্যে আটলান্টিক মহাসাগরের উপর থাকাকালীন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। বিমানের যন্ত্রাংশে কিছু সমস্যা হচ্ছে বলে জানান। ছবি: পিক্সাবে।
সেই শেষ বার Pan AM ৯১৪ বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল বলে শোনা যায়। জানা যায়, এর পর বিমান মায়ামি না পৌঁছনোয় লাগাতার যোগাযোগের চেষ্টা করা হলেও, লাভ হয়নি। বিমানটি ভেঙে পড়লে ধ্বংসাবশেষ পাওয়া যেত, তাও মেলেনি। বিমানযাত্রীদেরও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আর। ছবি: পিক্সাবে।
দীর্ঘ দিন খোঁজাখুঁজি করেও এর পর আর বিমানটির কোনও খোঁজ মেলেনি। কিন্তু এর পর যা ঘটে, মনে পড়লে আজও শিউড়ে ওঠেন অনেকে। ১৯৯২ সালে (মতভেদে ১৯৮৫ অথবা ১৯৯৩) আচমকা আবির্ভূত হয় বিমানটি। ছবি: পিক্সাবে।
শোনা যায়, দীর্ঘ ৩৭ বছর পর আচমকাই আবির্ভূত হয় বিমানটি। সরাসরি এয়ার ট্র্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে নিজের পরিচয় জানান ক্যাপ্টেন টেলর। মায়ামি আন্তর্জাতিক বিমানে অবতরণের আবেদন জানান। ছবি: পিক্সাবে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে ক্যাপ্টেন টেলর। জানান, পথভ্রষ্ট হয়ে গিয়েছিল বিমানটি। তাই লাগাতার উড়ে বেড়াচ্ছিলেন তাঁরা। এর পর অনুমতি পেয়ে মায়ামি বিমানবন্দরে যাত্রীসমেত নামে বিমানটি। ছবি: পিক্সাবে।
সেখানে পৌঁছে কথাবার্তা শুরু হলে, পাইলট জানতে পারেন, মাঝে ৩৭টি বছর পেরিয়ে গিয়েছে। রেকর্ড মিলিয়ে দেখা যায়, সেটি ৩৭ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া PAN AM ৯১৪ বিমানই। এর পর নাকি যাত্রী নিয়ে ফের আকাশে উড়ে যান ওই পাইলট। আর কোনও খোঁজ মেলেনি বিমানটির। ছবি: পিক্সাবে।
বিষয়টি প্রথম সামনে আসার পরই শোরগোল পড়ে যায়। কল্পবিজ্ঞানে পড়া টাইম ট্রাভেলের তত্ত্ব তুলে ধরেন কেউ কেউ। নির্ঘাত বিমানটি অন্য কোনও যুগে প্রবেশ করে গিয়েছিল, তাতেই ৩৭ বছর কেটে যায় বলে দাবি করেন কেউ কেউ। ছবি: পিক্সাবে।
যদিও এই কাহিনির সত্যতাই মানতে চান না কেউ কেউ। তাঁদের দাবি, কল্পবিজ্ঞানের আর পাঁচটা গল্পের মতো, Pan AM ৯১৪ বিমানটিও তেমনই কল্পকথা বলে দাবি করা হয়। কেউ এই কাহিনি বিশ্বাস করেন, কেউ আবার করেন না। তবে আজও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। v
- - - - - - - - - Advertisement - - - - - - - - -