Pomato Farming: একই গাছে ফলছে আলু ও টমেটো, কৃতিত্ব বিজ্ঞানের, অত্যন্ত লাভজনক Pomato চাষ
Farming Tips: বাড়িতেই ফলাতে পারেন Pomato. ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/9
মাটি যেন নরম থাকে, সিক্ত থাকে। সরাসরি সূর্যের আলোয় রাখবেন না। পলিথিনের ভিতর শিকড় বেরোলে বাইরে থেকেই দেখা যাবে। সেই মতো টবে চারা লাগাতে পারবেন। ছবি: The Kiwi Grower/ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত। (https://www.youtube.com/watch?v=41-59FfmsTA)
2/9
আর এই পদ্ধতি অবলম্বনেই Pomato গাছের সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা। Pomato শব্দটি এসেছে Potato এবং Tomato মিলিয়ে। নামের সঙ্গে সাযুজ্য রেখেই Pomato গাছে একই সঙ্গে আলু এবং টমেটো ফলানো যায়। ছবি: Discover Agriculture/ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
3/9
Pomato গাছ চাষের জন্য বড় জমির প্রয়োজন নেই। রান্নাঘরের জানলায়, ব্যালকনিতে রাখা টবেও এই গাছ চাষ করতে পারেন। এতে একই গাছ থেকে আলু ও টমেটো পেয়ে যাবেন। ছবি: Discover Agriculture/ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
4/9
এক্ষেত্রে প্রথমে আলু ও টমেটো চারা পৃথক ভাবে বসাতে হয়। সেগুলি মোটামুটি বেড়ে উঠলে কলম পদ্ধতিতে জুড়ে দিতে হয়। ছবি: The Kiwi Grower/ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত। (https://www.youtube.com/watch?v=41-59FfmsTA)
5/9
গাছে যে অংশ দু’টিকে জুড়বেন, এক ইঞ্চি করে কেটে নিন। বেশি কাটবেন না, এতে গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে না। একই ভাবে আলুর চারাও কেটে নিন। ছবি: The Kiwi Grower/ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত। (https://www.youtube.com/watch?v=41-59FfmsTA)
6/9
এর পর দু’টি অংশ জুড়ে দিন। টেপ বা পলিথিন দিয়ে মোড়ার আগে খেয়াল রাখবেন, শাখার কেটে নেওয়া অংশ যেন কোনও ভাবে বেরিয়ে না থাকে। এর পর প্রয়োজনীয় সার, মাটির পেস্ট বানিয়ে বেঁধে দিন।
7/9
চারা যদি টিকে যায় এবং বাড়তে থাকে, তাহলেই সফল আপনি। দেখবেন, গাছের উপরের অংশে টমেটো ফলছে, মাটির নীচে ফলছে আলু। ছবি: AGRIRESEARCH UNGUKA.
8/9
তবে গোড়াতেই চারাকে সূর্যালোকে বের করে দেবেন না। বরং ছায়াযুক্ত জায়গায় রাখুন। ছবি: ResearchGate.
9/9
আলু বা টমেটো গাছ সাধারণত জমিতে বসানো হয়। তাই সাধারণ টবে গাছ না বসিয়ে, চ্যাপ্টা কোনও পাত্রে পুরু করে মাটি ভরে গাছ বসাতে পারেন। ছবি: The Kiwi Grower/ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত। (https://www.youtube.com/watch?v=41-59FfmsTA)
Published at : 18 Jun 2025 02:07 PM (IST)