Falling Birth Rate : ‘ঠেকানো যাবে না মানবসভ্যতার বিলুপ্তি’, কয়টি করে সন্তান নেওয়া উচিত, জানালেন বিজ্ঞানীরা

Human Extinction: সন্তানধাণে অনীহা দেখা দিচ্ছে। কার্যকারণ একাধিক। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/12
মানবজাতির অস্তিত্ব কি বিপন্ন? যে হারে শিশুর জন্মের হার কমছে, তাতে ঘুরেফিরে উঠে আসছে এই প্রশ্ন। সেই নিয়ে এবার একটি গবেষণাপত্র প্রকাশিত হল। মানবজাতির বিলুপ্তি ঠেকাতে গেলে প্রত্যেক মহিলার ক’টি করে সন্তান ধারণ করা উচিত, তা বেঁধে দেওয়া হয়েছে ওই গবেষণাপত্র।
2/12
গত ৩০ এপ্রিল PLOS One জার্নালে জাপানের গবেষকরা মানুবজাতির ভবিষ্যৎ নিয়ে খুঁটিনাটি তথ্য তুলে ধরেছেন। তাঁরা জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলিতে শিশুর জন্মের হার লাগাতার কমছে। এমন চলতে থাকলে একসময় মানবজাতির বিলুপ্তি ঘটবে।
3/12
বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ এমন জায়গায় বাস করেন, যেখানে শিশুর জন্মের হার Replacement Level Fertility-র চেয়েও নীচে, মাত্র ২.১ শতাংশ। বর্তমান জনসংখ্যার বিকল্প সংখ্যাকে বলা হয় Replacement Level Fertility.
4/12
বর্তমানে আমেরিকায় শিশুর জন্মের হার ১.৬৬ শতাংশ। ইতালিতে ১.২৯ শতাংশ, জাপানে ১.৩০ শতাংশ, কানাডায় ১.৪৭ শতাংশ, জার্মানিতে ১.৫৩ শতাংশ এবং ফ্রান্সে ১.৭৯ শতাংশ।
5/12
এভাবে চললে আগামী কয়েক প্রজন্মের মধ্যেই বংশবিস্তার আরও কমে যাবে, মানবজাতির অস্তিত্বসঙ্কট দেখা দেবে বলে মত বিজ্ঞানীদের। তাই শিশুর জন্মের হার বৃদ্ধির উপর জোর দিয়েছেন তাঁরা।
6/12
বিজ্ঞানীদের মতে, মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শিশুর জন্মের হার হওয়া উচিত ২.৭। শুধু তাই নয়, পুত্রসন্তানের চেয়ে কন্যাসন্তান বেশি জন্মানো প্রয়োজন বলেও জানিয়েছেন তাঁরা। বিজ্ঞানীদের মতে, এতে মেয়েরা সন্তানধারণ করে। ফলে মানবজাতির অবলুপ্তি ঠেকাতে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
7/12
পৃথিবীর প্রায় সর্বত্রই শিশুর জন্মের হার যে ভাবে কমছে, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমেরিকার ধনকুবের ইলন মাস্ক প্রকাশ্যে এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন।
8/12
প্রাপ্ত হিসেব অনুযায়ী মাস্ক নিজে ১৪ সন্তানের পিতা। মাস্কের দাবি, মানবজাতির বিলুপ্তির কথা ভেবে রাতে ঘুম হয় না তাঁর। সোশ্যাল মিডিয়াতেও সেই নিয়ে সরব হন মাস্ক। জানান, জন্মের হার যে হারে হ্রাস পাচ্ছে, তাতে মানবসভ্যতার বিলুপ্তি ঠেকানো যাবে না।
9/12
তবে এ ব্যাপারে সকলে একমত নন। Population Connection-এর তরফে এ বছরের গোড়ায় একটি সমীক্ষা চালানো হয়। তাতে বলা হয়, বেশির ভাগ মানুষই আজকার পরিবার ছোট রাখতে চান।
10/12
শুধু তাই নয়, মানবসভ্যতার অবলুপ্তির কথা ভেবে গুচ্ছের সন্তান জন্ম দেওয়াও যুক্তিযুক্ত নয় বলে উঠে আসে ওই সমীক্ষায়। কারণ অর্থনৈতিক অবস্থা ভাল না হলে সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে থেকে যাবে, দারিদ্র, অশিক্ষা চরমে পৌঁছবে বলে আশঙ্কা রয়েছে।
11/12
এর পাশাপাশি, আজকের দিনে সমাজ-সংসারের যা অবস্থা, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি যেভাবে বেড়ে চলেছে, তাতেও আগামী প্রজন্মকে পৃথিবীতে আনার ক্ষেত্রে অনীহা দেখা দিচ্ছে।
12/12
১৯৬০ সাল নাগাদ জন্মের হার যেখানে ৫.৩ শতাংশ ছিল, বর্তমানে তা কমে ২.৩ হয়েছে। জন্মের হার সবচেয়ে কম দক্ষিণ কোরিয়ায়, ০.৮৭ শতাংশে। Niger এবং Chad-এই শুধু জন্মের হার ৫ শতাংশের উপর। মহিলাদের মধ্যে সন্তানধারণ ক্ষমতাও কমছে বলে গবেষণায় উঠে এসেছে।
Sponsored Links by Taboola