Space Science: ঠিকরে বেরোচ্ছে বেগুনি আভা, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর, হঠাৎ রংবদল শনির!
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। চারিপাশ থেকে ঘিরে রয়েছে বলয়। তার জন্যই আলাদা পরিচিতি রয়েছে শনির। বিজ্ঞানের বইয়ে প্রথমে তার সাদাকালো রূপই ফুটে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে গাচে রংয়ের আঁচড় পড়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু সেই রংয়েও এ বার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে শনির বলয়। অতিবেগুনি রং ঠিকরে বেরোচ্ছে গা থেকে। এই পরিবর্তন নজর কাড়ছে বিজ্ঞানীদের।
শনির উত্তর গোলার্ধের দিকে এগোলেই মূলত বলয়ের গা থেকে অতিবেগুনি রশ্মি ঠিকরে বেরোতে দেখা যাচ্ছে। তা প্রতিফলিত হচ্ছে অন্যত্রও। ফলে শনির বলয়ের রং অতিবেগুনি হয়ে ধরা দিচ্ছে।
হাবল স্পেস টেলিস্কোপ এবং ক্যাসিনির তোলা ছবিতে শনির বলয়ে রংয়ের এই পরিবর্তন চোখে পড়েছে। ২০১৭ সালে শনির বায়ুমণ্ডলে প্রবেশ করে ক্যাসিনি। তখন থেকেই পরিবর্তন চোখে পড়ে।
বিষয়টি নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে, শনির উত্তর গোলার্ধে অত্যধিক মাত্রায় অতিবেগুনি রশ্মি নির্গত হয়েছে। এর নেপথ্যে রয়েছে উষ্ণায়ন।
শনির বলয়ের সিংহ ভাগ জুড়ে রয়েছে বরফ। স্বাভাবিক ভাবেই তাতে হাইড্রোজেন রয়েছে। তা থেকেই প্রতিফলিত হচ্ছে অতিবেগুনি রশ্মি, যাকে বলা হয় লাইম্যান-আলফা রেডিয়েশন।
বিজ্ঞানীদের মতে, বরফাবৃত বলয় থেকে কণা ঝরে পড়ে শনির বায়ুমণ্ডলেও। সেগুলি গতিশক্তি বহন করে। পার্শ্ববর্তী গ্যাসে অতিরিক্ত সেই শক্তি ছড়িয়ে পড়ে। তাতে শনির বায়ুমণ্ডল উষ্ণ হয়ে ওঠে।
এর ফলে বরফের কণাগুলি বাষ্পীভূত হয়ে ওঠে। তাতে বাড়তি শক্তি আরও নির্গত হয়। তার ফলস্বরূপ আরও তেতে ওঠে শুক্রের বায়ুমণ্ডল, যা অতিবেগুনি তরঙ্গদৈর্ঘ্যকে আরও উজ্জ্বল করে তোলে। উত্তর ছাড়িয়ে শনির দক্ষিণ গোলার্ধেও একই পরিবর্তন ঘটছে বলে মত বিজ্ঞানীদের।
বিজ্ঞানীরা জানিয়েছেন সৌরজগতে বৃহদাকার প্রায় সহ গ্রহেরই বলয় রয়েছে। এর মধ্যে শনির বলয়ই সবচেয়ে উজ্জ্বল এবং সুন্দর। মহাশূন্যে আমাদের সৌরজগতের বাইরেও অজস্র সৌরজত থাকার প্রমাণ মিলেছে আগেই। এমনকি তার বাইরেও গ্রহ-নক্ষত্রের অন্য জগৎ নিয়ে চলছে গবেষণা।
কিন্তু আর কোথাও শনির মতো অন্য কোনও গ্রহের বলয় এত উজ্জ্বল কিনা, এখনও পর্যন্ত তার সন্ধান মেলেনি। তবে শনির বায়ুমণ্ডলের এই পরিবর্তন আগামী দিনে মহাকাশ গবেষণার পথ আরও প্রশস্ত করবে বলে মত বিজ্ঞানীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -