Saudia Arabian Snow Fall: সৌদির মরুভূমিতে ভারী তুষারপাত, সামনে এল বেনজির দৃশ্য, ছবি-ভিডিও ভাইরাল
তীব্র দাবদাহ থেকে মুক্তি পেলেও, পুরোদস্তুর শীত আসতে এখনও দেরি রয়েছে ভারতে। কিন্তু অভূতপূর্ব পরিস্থিতি সৌদি আরবে। সেখানকার বিস্তীর্ণ মরুভূমি ঢেকে গিয়েছে বরফে। তুষারপাতের পর মরুভূমির যেদিকে চোখ যাচ্ছে, শ্বেতশুভ্র গুঁড়ো বরফ চোখে পড়ছে শুধু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ার দৌলতে মরুভূমিতে ভারী তুষারপাতের সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, বিস্তীরণ মরুভূমির উপর তুষার জমা হয়ে রয়েছে। শ্বেতশুভ্র তুষাররাশির নীচে চাপা পড়ে গিয়েছে মরুভূমির হলদেটে বালুকারাশিও।
সৌদি আরবের আল-জওফ অঞ্চল থেকে ওই ছবি এবং ভিডিও সামনে এসেছে। এই প্রথম সেখানে তুষারপাত হল। আর তাতেই মরুভূমির রুক্ষ পরিবেশ মনোরম হয়ে উঠল।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটে। সঙ্গে শিলাবৃষ্টিও হয়। এর পর হাড়কাঁপানো ঠান্ডা নেমে আসে। রুক্ষ অঞ্চলে তুষারপাত ঘটে।
দেশের বহু মানুষই এমন অভূতপূর্ব দৃশ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। পরিস্থিতি দেখে হতভম্ব সকলেই। প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হলেও, মরুভূমিতে তুষারপাতের ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।
ন্যাশনাল সেন্টার অফ মিডিওরলজি জানিয়েছে, আরব সাগর থেকে ঢুকে পড়া একটি নিম্নচাপ ওই অঞ্চল থেকে ওমান পর্যন্ত প্রভাব ফেলে। এর দরুণ প্রথমে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং পরে তুষারপাত ঘটে।
সৌদি আরবের আবহাওয়া বিভাগ আগামী কয়েক দিনের জন্য প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে তারা। বাড়ি থেকে বেরনোপ সময় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে নাগরিকদের।
এর আগে, চলতি বছরের শুরুতে, ফেব্রুয়ারি মাসে আল-জওফের পাহাড়ি অঞ্চলে তুষারপাত ঘটে। তুষারপাতের সাক্ষী হয় উত্তর-পশ্চিমের তাবুক শহরও। মরুভূমিতে তুষারপাত এই প্রথম সেখানে।
সৌদি সরকারের সংবাদ সংস্থা Saudi Press Agency জানিয়েছে, ওই অঞ্চলে দেশের উচ্চতম শৃঙ্গগুলি রয়েছে। সমুগ্রপৃষ্ঠ থেকে ২৬০০ মিটার উঁচুতে অবস্থিত ওই অঞ্চল।
আকাবা উপসাগর থেকে ওই অঞ্চলের দূরত্ব ৫০ কিলোমিটার। তুষারপাতের সাক্ষী হতে বহু মানুষ সেখানে ভিড় করেছেন। তবে সৌদি আরবের উত্তরের পার্বত্য অঞ্চলে তুষারপাত নতুন ঘটনা নয়। তবে মরুভূমিতে তুষারপাতের ঘটনায় জলবায়ু পরিবর্তন নিয়ে অশনি সঙ্কেতও দেখছেন অনেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -