Asteroid YR4: মহাকাশে পরমাণু অস্ত্র ছুড়বে NASA? চাঁদের বুকে আছড়ে পড়তে পারে গ্রহাণু, ঠেকাতে নয়া প্রস্তাব বিজ্ঞানীদের

Science News: গ্রহাণু ঠেকাতে পরমাণু অস্ত্র? প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা। ছবি: পিক্সাবে, ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: পিক্সাবে, ফ্রিপিক।

Continues below advertisement
1/10
আছড়ে পড়ার আগেই গ্রহাণুকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা। কল্পবিজ্ঞানের গল্প নয়, সিনেমার দৃশ্যও নয়। মহাজাগতিক বিপর্যয় এড়াতে বাস্তবে এমনই প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা। পরমাণু অস্ত্র প্রয়োগ করে গ্রহাণুটিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাঁদের।
2/10
পরমাণু অস্ত্র প্রয়োগ করে 2024 YR4 গ্রহাণুটিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। ২০৩২ সালে চাঁদের বুকে আছড়ে পড়তে পারে গ্রহাণুটি। সম্ভাব্য সেই বিপর্যয় আটকাতেই এমন প্রস্তাব এল।
3/10
২০২৪ সালের ডিসেম্বর মাসে 2024 YR4 গ্রহাণুটির খোঁজ মেলে। একটি গোটা শহরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে ১৮০ ফুট আয়তনের গ্রহাণুটির। প্রথমে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে বলে মনে করা হলেও, পরে জানা যায়, চাঁদের বুকে আছড়ে পড়ে পারে সেটি।
4/10
গ্রহাণুটি চাঁদের উপর আছড়ে পড়লেও, পৃৃথিবীতে তার প্রভাব অনুভূত হবে ভালই। চাঁদের বুক থেকে পাথর, ধুলো ছিটকে আসতে পারে পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে।
5/10
এতে সরাসরি পৃথিবীর কোনও ক্ষয়ক্ষতি না হলেও, মহাকাশচারীরা ক্ষতিগ্রস্ত হবেন। মহাকাশে যত কৃত্রিম উপগ্রহ আছে, সেগুলিও ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক স্পেস স্টেশন।
Continues below advertisement
6/10
সেই নিয়ে গত ১৫ সেপ্টেম্বর Arxiv জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০৩১ সাল নাগাদ গ্রহাণুটি যদি আপনাআপনি কক্ষপথচ্যুত না হয়, সেক্ষেত্রে পৃথিবী থেকে পরমাণু অস্ত্র ছুড়ে সেটিকে ধ্বংস করে দেওয়া যেতে পারে।
7/10
গ্রহাণুটির আয়তন জানা গেলেও, তার ভর সম্পর্কে এখনও পর্যন্ত সম্যক ধারণা মেলেনি। তাই বিজ্ঞানীদের একাংশের মধ্যে অনিশ্চয়তাও কাজ করছে। তাঁদের আশঙ্কা, পরমাণু অস্ত্র ছুড়লে হিতে বিপরীত না হয়, গ্রহাণুটি পৃথিবীর দিকে সরে না আসে।
8/10
এর আগে, ২০২২ সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA একই রকম একটি অভিযান চালায়। ওই অভিযানের নাম রাখা হয় DART. ক্ষেপণাস্ত্র ছুড়ে Diomorphos নামের একটি গ্রহাণুকে নির্ধারিত গতিপথ থেকে সরিয়ে দেয় তারা।
9/10
ভবিষ্যতে পৃথিবী ধ্বংসকারী গ্রহাণুগুলিকে যাতে মহাশূন্যেই প্রতিহত করা যায়, সেই লক্ষ্যেই DART অভিযান চালায় NASA. তবে Diomorphos সম্পর্কে ভাল মতো অবগত ছিল NASA.
10/10
তাই 2024 YR4 গ্রহাণুটিকে পরমাণু অস্ত্র ছুড়ে উড়িয়ে দেওয়ার আগে, তার ভর সম্পর্কে জানা জরুরি বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীদের একাংশ আবার গ্রহাণুটিকে দু’টুকরো করে দেওয়ার পক্ষপাতী। তবে এখনও কয়েক বছর রয়েছে হাতে। তাই ভাবনাচিন্তার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে বলে মত বিজ্ঞানীদের।
Sponsored Links by Taboola