Wireless Electricity Research: বাতাস ভেদ করে পৌঁছে গেল বিদ্যুৎ, প্লাগ-তার ছাড়া ওয়্যারলেস ইলেকট্রিসিটি, অসম্ভব সম্ভব হল

Wireless Electricity: অসম্ভবকে সম্ভব করে দেখালেন গবেষকরা। ছবি: AI দিয়ে তৈরি, ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: AI দিয়ে তৈরি, ফ্রিপিক।

Continues below advertisement
1/12
তারের প্রয়োজনই পড়ল না। বাতাসের মাধ্যমেই পৌঁছে গেল বিদ্য়ুৎ। একেবারে অসম্ভবকে সম্ভব করে দেখালেন ফিনল্যান্ডের গবেষকরা।
2/12
তার, প্লাগ বা অন্য কোনও মাধ্যম ছাড়া, Wifi-এর মতো করে বিদ্যুৎ সরবরাহের রাস্তা খুঁজে বের করতে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন ফিনল্যান্ডের গবেষকরা। এবার সেই কাজে সফল হলেন তাঁরা।
3/12
আগামী দিনে এই পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ ব্য়বস্থা চালু হলে, বসত বাড়ি থেকে কারখানা, এমনকি গ্যাজেটেও আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করা হচ্ছে।
4/12
কিন্তু বাতাসের মাধ্যমে কী ভাবে বিদ্যুৎ সরবরাহ কার সম্ভব হল? ফিনল্যান্ডের গবেষকরা জানিয়েছেন, ভিন্ন ভিন্ন প্রকারের উচ্চমাত্রার আলট্রাসনিক শব্দতরঙ্গ, লেজ়ার এবং রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এই অসম্ভবকে সম্ভব করা গিয়েছে।
5/12
গবেষকরা দেখিয়ে দিলেন, প্লাগ, তার, কেবল ছাড়াও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। এই পদ্ধতিতে পৃথিবীর যে কোনও জায়গা, বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব বলে দাবি গবেষকদের।
Continues below advertisement
6/12
ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি এবং ইউনিভার্সিটি অফ উলুর গবেষকরা মিলে এই পরীক্ষা চালান। কিছু বেসরকারি সংস্থার সঙ্গেও হাত মেলান তাঁরা।
7/12
আলোর মাধ্যমে শক্তি সরবরাহ এবং রেডিও ফ্রিকোয়েন্সি থেকে শক্তি সংগ্রহ প্রযুক্তি নিয়ে চলে পরীক্ষানিরীক্ষা। পদার্থবিজ্ঞান, প্রকৌশল এবং অত্য়াধুনিক উদ্ভাবনে ভর করে হাতেনাতে ফল মেলে।
8/12
গবেষকরা জানিয়েছেন, উচ্চমাত্রার আলট্রাসনিক শব্দ তরঙ্গ ব্যবহার করে বিদ্যুৎকে নির্দিষ্ট পথে চালিত করা হয়। এর ফলে বাতাসের মধ্যেই অদৃশ্য পথ তৈরি হয়, যা তারের ভূমিকা পালন করে। ফলে ফিজিক্যাল কনট্যাক্ট ছাড়াই আলট্রাসনিক পথে নিরাপদে চলাচল করে স্ফূলিঙ্গ।
9/12
বৈদ্যুতিক স্ফুলিঙ্গগুলি কোনও শারীরিক সংস্পর্শ ছাড়াই এই আল্ট্রাসনিক পথ ধরে নিরাপদে চলাচল করে। এটি ইলেকট্রনিক্স এবং স্মার্ট ডিভাইসগুলোতে তারবিহীনভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব করে তোলে। বৈদ্যুতিন যন্ত্র, স্মার্ট ডিভাইস চার্জ করা যায়।
10/12
তাহলে কি পদার্থবিজ্ঞানের প্রচলিত ধারণাকে হার মানালেন গবেষকরা? একেবারেই নয়, নির্দিষ্ট দূরত্বের মধ্যে প্রবাহিত কোনও শক্তি নয়। এক্ষেত্রে আলট্রাসনিক তরঙ্গ বাতাসের ঘনত্বের উপর প্রভাব ফেলে, ক্ষুদ্র ক্ষুদ্র স্ফূলিঙ্গকে চালনা করে নির্দিষ্ট দিকে। আলোকে স্বল্প তীব্রতার বিদ্যুতে পরিণত করে লেজ়ার, যা নিরাপদে সরবরাহ করা যায়।
11/12
এই সময় রেডিও ফ্রিকোয়েন্সি হার্ভেস্টিং (পারিপার্শ্বিক তড়িৎচুম্বকীয় তরঙ্গকে অ্যান্টেনার মাধ্যমে গ্রহণ করে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়া) পরিবেশ থেকে মাইক্রোওয়াট শক্তিকে গ্রহণ করে। এই গবেষণার আসল সাফল্য হল শক্তির উপর নিয়ন্ত্রণ কায়েম করে নির্দিষ্ট পথে চালনা করা, সীমাহীন বিদ্যুৎ সরবরাহ নয় কিন্তু।
12/12
ওয়্যারলেস বিদ্যুৎ সরবরাহ নিয়ে গবেষণায় পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে ফিনল্যান্ডই। বিদ্যুৎ প্লাগ, তার ছাড়া বিদ্যুৎ সরবরাহ অসম্ভব বলে যে ধারণা ছিল এতকাল, তা ভেঙে দিলেন ফিনল্যান্ডের গবেষকরা।
Sponsored Links by Taboola