Solar Storm:ধেয়ে আসছে সৌরঝড়, আশঙ্কা বিদ্যুৎ-বিপর্যয়ের! এই গরমে কী ভাবে ঠান্ডা থাকবেন?
দহনজ্বালায় জ্বলছে এ দেশ তথা বিশ্বের নানা প্রান্ত। এর মধ্যেই সৌরঝড়ের অশনি সঙ্কেত যার ধাক্কায় অকেজো হয়ে পড়তে পারে বহু পাওয়ার গ্রিড। নানা দেশের একাধিক অংশ ডুবতে পারে অন্ধকারে। (ফাইল ছবি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাসার-র 'স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার' জানিয়েছে, গত ২৭ মে AR3664 শীর্ষক Sun Spot থেকে এই সৌরঝড়ের উৎপত্তি হয়। মানের নিরিখে গত কয়েক বছরের অন্যতম তীব্র সৌরঘটনা হতে চলেছে এটি। ফলে তার প্রভাবও যে পৃথিবীতে যথেষ্ট সাড়া ফেলবে, সে কথাও অপ্রত্যাশিত নয়। এখন কথা হল, এর জেরে পাওয়ার গ্রিড অকেজো হয়ে গেলে গরমে কী ভাবে নিজেদের সুস্থ রাখবেন? (ছবি:NASA Facebook)
একদম গোড়ার কথা আরও একবার মনে রাখা জরুরি। শরীর যাতে জলশূন্য না হয়, সে দিকে অবশ্যই নজর রাখুন। বাড়িতে পর্যান্ত জল ও জলীয় উপাদানের জোগাড় করে রাখা দরকার। না হলে গরমে অজ্ঞান হয়ে যেতে পারেন। (ছবি:PIXABAY)
সহজে পচন ধরে না এমন খাবার, ব্যাটারি, ফ্ল্যাশলাইট ইত্যাদির মতো জরুরি জিনিস আগে থেকে সংগ্রহ করে রাখা দরকার। (ছবি:PIXABAY)
বিদ্যুৎ না থাকলে পাখা-এসি-কুলার চলবে না। তাই ব্যাটারি চালিত ছোট ফ্যান, ভেজা তোয়ালে ইত্যাদি হাতের কাছে রাখুন। এগুলি বার বার ব্যবহারে দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়া আটকানো সম্ভব হবে। (ছবি:PIXABAY)
সম্ভব হলে, বিদ্যুতের ব্যাক আপ পাওয়ার অর্থাৎ জেনারেটর বা সৌরশক্তি চালিত ব্যাটারি সিস্টেম বাড়িতে রাখা যেতে পারে। এতে অন্তত কিছুটা সময় বিদ্যুতের প্রয়োজনীয়তা মিটবে। (ছবি:PIXABAY)
আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে মোবাইল আগে থেকে যতটা সম্ভব চার্জ করে রাখতে পারলে ভাল। এছাড়া পাওয়ার ব্যাঙ্ক হাতের কাছে রাখুন। যোগাযোগের মাধ্যম যেন পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে যায়। (ছবি:PIXABAY)
সূর্যের উপরিস্তরে এই বিপুল উদগীরণের ফলে যে ব্যাপক ভূ-চৌম্বকীয় আলোড়ন তৈরি হয়, তারই বৈজ্ঞানিক নাম সৌরঝড়। এই ধরনের মহাজাগতিক ঘটনা এমনিতেই বিরল নয়। কিন্তু যে সময় এই সৌরঝড়টির উৎপত্তি হয়েছে, তা নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা। (ছবি:NASA)
বিষয়টি নিয়ে যাতে সাধারণ মানুষ প্রত্যেকে ওয়াকিবহাল থাকেন ও সেইমতো আগাম ব্যবস্থা নেন, সে দিকেও বার বার জোর দিচ্ছেন বিজ্ঞানীরা। খোঁজ রাখতে বলছেন এর গতিপ্রকৃতির দিকে। তবেই এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব। (ছবি:NASA)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -