Animal Science: অমরত্বপ্রাপ্তি থেকে এখনও দূরে মানুষ, কয়েকশো বছর বাঁচে কিছু প্রাণী, কারও আবার বয়সই বাড়ে না
‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’, লিখে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের অমর না হলেও, বেশ কিছু প্রাণী অমরত্বপ্রাপ্তির প্রায় কাছাকাছি পৌঁছতে সফল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপৃথিবীর বুকে এমন বেশ কিছু প্রাণী রয়েছে, যাদের আয়ুকাল ১০০ বছরেরও বেশি। এমনই কিছু দীর্ঘজীবী প্রাণীকে চিনে নিন।
তালিকায় প্রথমেই নাম উঠে আসে কচ্ছপের। সেশেলসের জোনাথন নামের একটি কচ্ছপের বয়স ১৯০ বছর। ২০২২ সালের ১২ জানুয়ারি গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম ওঠে জোনথনে। পৃথিবীর বুকে হদিশ পাওয়া সবচেয়ে বয়স্ক কচ্ছপ সেটি। বয়সের সঙ্গে শরীরের ক্ষতিগ্রস্ত কোষগুলিকে ঝেড়ে ফেলার ফেলার ক্ষমতা রয়েছে কচ্ছপের। তাই তারা এত বছর বাঁচে বলে মত বিজ্ঞানীদের। ছবি: পিক্সাবে।
সাগর-মহাসাগরের তলদেশে বাস Urchin বা শজারুজাতীয় এক ধরনের প্রাণীর। লোহিত সাগরে প্রাপ্ত এই প্রাণীরা ১০০ বছরেরও বেশি বাঁচে। সামুদ্রিক উদ্ভিদ, শ্যাওলা খেয়ে বেঁচে থাকে এরা। ছবি: পিক্সাবে।
Bowhead Whale তিমির এক প্রজাতি। এরা ১০০ থেকে ২০০ বছর বাঁচে বলে জানিয়েছে ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই তিমির শরীরে ERCC1 জিন থাকে, যা DNA-কে সারিয়ে তোলে, ক্যান্সার প্রতিরোধ করে, মৃত্যুকে ঘেঁষতে দেয় না কাছে। পাশিপাশি, PCNA জিনও রয়েছে, যা কোষের বৃদ্ধি এবং মেরামতির সহায়ক। ছবি: ফ্রিপিক।
Rougheye Rockfish সবচেয়ে দীর্ঘজীবী মাছ। সর্বোচ্চ ২০৫ বছর বেঁচে থাকতে পারে এরা। ক্যালিফোর্নিয়া থেকে জাপান, প্রশান্ত মহাসাগরে এই মাছের বিচরণ। প্রায় ৩৮ ইঞ্চি দীর্ঘ হয় এই মাছ। চিংড়ি, ছোট মাছ এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এরা। ছবি: ফ্রিপিক।
মিষ্টি জলের মুক্তো ঝিনুকও দীর্ঘজীবী। মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকার নদী এবং ঝর্ণায় এদের পাওয়া যায়। সবচেয়ে বয়স্ক মুক্তো ঝিনুকটির বয়স ২৮০ বছর ছিল বলে জানিয়েছে World Wildlife Fund for Nature. ছবি: ফ্রিপিক।
মেরুপ্রদেশে এবং উত্তর আটলান্টিক মহাসাগরে বাস Greenland Shark-এর। জীবিতকালে এরা ২৪ ফুট দীর্ঘ হয়। মাছ, সামুদ্রিক প্রাণী খেয়ে জীবনধারণ করে। সর্বোচ্চ ২৭২ বছর বাঁচে Greenland Shark. কিছু কিছু হাঙর ৫১২ বছরও বেঁচে থাকেত পারে বলে মত গবেষকদের। ছবি: ফ্রিপিক।
সমুদ্রের তলদেশে বসবাসকারী এক রকমের কেঁচো Tube Worm. তাদের শরীরে যে ব্যাকটিরিয়া থাকে, তা রাসায়নিক থেকে শর্করা উৎপন্ন করে, যা খাবার হিসেবে শুষে নেয় তারা। ঠান্ডা জায়গায় যে Tube Worm-দের বাস, তারা তুলনামূলক বেশি দিন বাঁচে বলে মত গবেষকদের। এদের কেউ ২০০ বছর, কেউ ৩০০ বছর বাঁচে। ছবি: ফ্রিপিক।
Ocean Quahog Clams উত্তর আটলান্টিক মহাসাগরে বাস করে। নোনাজলের বাসিন্দা এই ঝিনুক ৫০০ বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে। ২০০৬ সালে আইসল্যান্ড উপকূলে ৫০৭ বছর বয়সি একটি ঝিনুক পাওয়া যায়। ছবি: ফ্রিপিক।
সাগর-মহাসাগরের বাস্তুতন্ত্র রক্ষায় প্রবালের ভূমিকা অনস্বীকার্য। হাওয়াই উপকূলে যে Black Coral পাওয়া যায়, তাদের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, ৪০০০ বছরেরও বেশি সময় বাঁচতে পারে তারা। ছবি: ফ্রিপিক।
প্রবালের মতো সামুদ্রিক প্রাণী জোটবদ্ধ হয়ে Glass Sponge গড়ে ওঠে। পৃথিবীতে বসবাসকারী দীর্ঘজীবী স্পঞ্জের মধ্যে অন্যতম। মহাসাগরের গভীরে এদের পাওয়া যায়। এদের হাড় একেবারে স্বচ্ছ কাচের মতো হয়। ২০১২ সালে একটি গবেষণায় বলা হয়, এই স্পঞ্জ ১১০০০ বছর বাঁচতে পারে। ছবি: ফ্রিপিক।
Turritopsis Dohrnii এক ধরনের জেলিফিশ। এই জেলিফিশকে অমর বলে ধরা হয়। লার্ভা হিসেবে এদের জীবন শুরু হয়। ধাপে ধাপে জেলিফিশে পরিণত হয় এরা, আবার প্রয়োজন মতো আকার বদলাতেও পারে। ভূমধ্যসাগরে মূলত এই জেলিফিশ পাওয়া যায়। শিশুকালে বার বার ফিরে যেতে পারে এরা। ফলে বার্ধক্য কাবু করে না। এদের অমর বলে ধরা হয়। ছবি: ফ্রিপিক।
একই ভাবে ক্ষুদ্রাতিক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণীরা জোটবদ্ধ হয়ে যে আকার সৃষ্টি করে, তা জেলিফিশের মতোই দেখতে। বিজ্ঞানের ভাষায় এর নাম Hydra. মূলত স্টেম সেল নিয়ে গঠিত হয়, যা পরস্পরকে অনুকরণ করতেই থাকে। এদের বয়স বাড়েই না। Hydra-কেও অমর বলে ধরেন বিজ্ঞানীরা। ছবি: ফ্রিপিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -