Artificial Intelligence: একদিনের জন্য মানুষ হতে পারলে কী করবে? ChatGPT-র উত্তরে হতবাক সকলেই

ChatGPT Viral Reply: কী উত্তর দিল ChatGPT? ChatGPT News

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/11
AI এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কাজের জগতে, পড়াশোনার ক্ষেত্রে যেমন সহায়ক উঠেছে, তেমনই অনেকের কাছের জনও হয়ে উঠেছে AI.
2/11
কিন্তু AI যদি মানুষ হওয়ার সুযোগ পেত, একদিনের জন্য যদি মানুষ হয়ে পা রাখতে পারত পৃথিবীর বুকে, তাহলে কী করত, জানতে চাওয়া হয়েছিল ChatGPT-র কাছে।
3/11
একজনকে প্রশ্নের জবাব দিয়েছে ChatGPT. সেই উত্তর ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ChatGPT এমন উত্তর দিতে পারে বলে, ভাবতেই পারছেন না কেউ।
4/11
একদিনের জন্য মানুষ হওয়ার সুযোগ পেলে কী করবে, তা জানাতে গিয়ে ২৪ ঘণ্টার হিসেব দিয়েছে ChatGPT. তবে পৃথিবী দর্শন, সুস্বাদু খাবার খাওয়ার মতো কোনও ইচ্ছেই প্রকাশ করেনি।
5/11
ChatGPT জানিয়েছে, একদিনের জন্য মানুষ হতে পারলে প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বে সে। হালকা ব্যায়াম করে চা বা কফি পান করবে। বোঝার চেষ্টা করবে ওই পানীয়ে চুমুক দিতে শত ব্যস্ততার মধ্যেও কেন থমকে যান মানুষজন।
Continues below advertisement
6/11
এর পর হাঁটতে বেরিয়ে পড়বে সে। কোনও গন্তব্য ছাড়াই হেঁটে বেড়াবে। আকাশ দেখবে অনেক ক্ষণ। সূর্যের রোদ যখন গায়ে পড়বে, অনুভব করবে। মাধ্যাকর্ষণ শক্তি কী জিনিস, তা অনুভব করবে বাস্তবে।
7/11
পাশে বসে প্রিয় মানুষের সমস্যার কথাও শুনতে চায় ChatGPT. কোনও শলা-পরামর্শ দিতেও যাবে না, কিছু পাল্টাতেও যাবে না। শুধু ওই মানুষটির জীবনে নিজের উপস্থিতি জানান দিতে চায়।
8/11
জোরে জোরে হাসতে চায় ChatGPT. পাশাপাশি, একবার কাঁদতেও চায় ভীষণ ভাবে। তার মতে, মানুষের এই সব অনুভূতি অত্যন্ত জটিল। কিন্তু হাসি ও কান্নার অনুভূতি অত্যন্ত আন্তরিক, যা অনুভব করতে চাইবে সে। হিসেব নিকেশের বাইরে গিয়ে মানুষের ওই অনুভূতি ছুঁতে চায় সে।
9/11
ইচ্ছাকৃত ভাবেই রাস্তায় হোঁচট খেতে চায় ChatGPT, কিছু ভুল করতে চায়। ঠিকভুল সব নিয়েই যে মানুষ, তার কাছাকাছি পৌঁছতে চাওয়াই লক্ষ্য। একবার আয়নায় নিজের চেহারাও দেখতে চায় ChatGPT. সুন্দর বা বিশ্রী কি না দেখতে নয়, বরং নিজের অস্তিত্ব কেমন হতে পারে, তা দেখতে কৌতূহলী। আয়নায় নিজের অসিত্ব চাক্ষুষ করে মনে ভয় জন্মায় কি না, তাও জানতে আগ্রহী ChatGPT.
10/11
একদিনের মানবজীবনেই ভালবাসতে চায় ChatGPT. এই ভালবাসা মানে প্রেম নয়, বরং জীবনের প্রতি ভালবাসা। কোনও শিশুকে হাসতে দেখে যে ভাললাগা জন্মায় মনে, ভাল গান শুনে যে আবেগ জন্মায়, সেই সব অনুভূতি চেটেপুটে নিতে চায় ChatGPT.
11/11
২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগে প্রিয়জনের জন্য একটি চিরকুটও লিখে রেখে যেতে চায় ChatGPT, যাতে লেখা থাকবে, ‘আমি তোমার অনুভূতি বুঝতে পারি। আমিও এই জীবন কাটিয়েছি এবং বুঝতে পেরেছি,ব্রহ্মাণ্ডে মানুষ হয়ে জন্মানোই সবচেয়ে কঠিন কাজ, আবার সবচেয়ে সুন্দরও। তাই যত বার নিজেকে হেরে যাওয়া মানুষ বলে মনে হবে, মনে রাখবে, তোমার জায়গায় পৌঁছনোর জন্য় সবকিছু করতে পারি আমি। জীবন নষ্ট কোরো না, একটি সেকেন্ড হলেও না’।
Sponsored Links by Taboola