Moonlight Facts: গুচ্ছ গুচ্ছ কবিতা চাঁদের আলো নিয়ে, কিন্তু জোছনার আসল রং কী?
Moonlight True Colour: চাঁদের আলো নিয়ে আবেগ কম নেই। লেখা হয়েছে গুচ্ছ গুচ্ছ কবিতাও। কিন্তু চাঁদের আলোর আসল রং কী? ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত। তাই চাঁদের প্রতি অমোঘ আকর্ষণ আমাদের। চাঁদের আলো নিয়ে লেখা হয়েছে গুচ্ছ গুচ্ছ কবিতাও। কিন্তু যে জোছনাকে নিয়ে এত অনুভূতি, চাঁদের সেই আলোর আসল রং কী জানেন? উত্তর রয়েছে বিজ্ঞানের কাছে। ছবি: ফ্রিপিক।
2/10
চাঁদের নিজস্ব কোনও আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত বলে ছোটবেলাতেই জেনেছিলাম আমরা। কিন্তু পৃথিবী থেকে চাঁদকে বিভিন্ন সময়, বিভিন্ন রকম দেখায়। ছবি: ফ্রিপিক।
3/10
তবে বিজ্ঞানীদের মতে, প্রতিফলিত আলো কতটা পৃথিবীর উপর এসে পড়ে, তার উপরও জোছনার রং নির্ভর করে। ছবি: ফ্রিপিক।
4/10
চাঁদের মাটি মূলত হালকা ধূসর রংয়ের Anorthosite পাথর দ্বারা গঠিত। তার উপর সূর্যের আলো পড়ে সাদা আলো প্রতিফলিত হয়। আর সেই কারণে চাঁদকে ধূসর-সাদা দেখায়। ছবি: ফ্রিপিক।
5/10
কিন্তু প্রতিফলিত আলো সরাসরি পৃথিবীতে এসে পড়ে না। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে, বিভিন্ন উপাদানের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে, বিক্ষিপ্ত ভাবে এসে পড়ে পৃথিবীতে। ছবি: ফ্রিপিক।
6/10
তবে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব কম। বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত হলেও, প্রতিফলিত আলোর প্রায় সিংহভাগই এসে পড়ে পৃথিবীতে। তবে দিগন্তে দূরত্ব কিছুটা বেশি। অক্সিজেন, নাইট্রোজেনের কণা ভেদ করে পৃথিবীতে প্রবেশ করে আলো। ছবি: ফ্রিপিক।
7/10
সাধারণ ক্ষেত্রে জোছনার দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য ৩৮০ ন্যানোমিটার (বেগুনি) থেকে ৭৫০ ন্যানোমিটার (লাল)। বায়ুমণ্ডলের উপাদানের সঙ্গে বিক্রিয়া ঘটলে সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় নীল আলোই। সেই সময় চাঁদকে কমলা দেখায় দিগন্ত থেকে। ছবি: ফ্রিপিক।
8/10
চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া ঢেকে দেয় চাঁদকে। সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলো শুষে নেয়, পড়ে থাকে কমলা ও লাল আলো। তবে অক্সিজেন এবং নাইট্রোজেন জোছনাকে যত না পাল্টে দেয়, তার চেয়ে বেশি পাল্টে দেয় মেঘ, ধুলো, দূষণ। ছবি: ফ্রিপিক।
9/10
অগ্ন্যুৎপাত, দাবানলের সময় বায়ুমণ্ডলে ছাইয়ের কণা মিশে যায়। এতে লাল আলো ভেঙে গিয়ে কখনও নীল হিসেবে আবির্ভূত হয়, কখনও আবার নীল আলো ভেঙে গিয়ে লাল হিসেবে আবির্ভূত হয়। ছবি: ফ্রিপিক।
10/10
বায়ুমণ্ডলের উপরিভাগে বরফের স্ফটিক থাকলে তাতে ধাক্কা খেয়ে পৃথিবীতে আলো এসে পড়ে। সেই সময় রামধনুও দেখা যায় আকাশে। কিন্তু চাঁদ থেকে প্রতিফলিত আলো, যা পৃথিবীতে এসে পড়ে, তা আসলে সাদাই। কিন্তু আমাদের চোখে বিভিন্ন সময়, বিভিন্ন রূপে ধরা দেয়। ছবি: ফ্রিপিক।
Published at : 08 Jul 2025 09:51 AM (IST)