Holding Sneeze Punctures Windpipe: নাকে চিমটি কেটে হাঁচি আটকানোর চেষ্টা, মারাত্মক ফল ভুগতে হল যুবককে, সতর্ক করছেন চিকিৎসকরা

Medical Science: আমাদের অনেকেরই এই অভ্যাস রয়েছে, যা ভয়ঙ্কর বিপদ ডেকে আনেত পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। ছবি: ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/9
নাকে চিমটি কেটে হাঁচি আটকাতে গিয়েছিলেন। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। শ্বাসনালিই ছিঁড়ে যায় এক যুবকের।
2/9
বছর দুয়েক আগে ব্রিটেনের নাইনওয়েলস হাসপাতাল ডান্ডি থেকে এই ঘটনা সামনে আসে। চিকিৎসা বিজ্ঞানের জগতে সেটি একটি বিরল ঘটনা হিসেবে রয়ে গিয়েছে। হাঁচি আটকানো নিয়ে তাই সতর্ক করে চলেছেন চিকিৎসকরা।
3/9
২০২৩ সালে ঘটনাটি সামনে আসে। মধ্য তিরিশের এক যুবক হাসপাতালের জরুরি বিভাগে হাজির হন। গলা-ঘাড় ফুলে ঢোল হয়ে গিয়েছিল তাঁর। যন্ত্রণায় কাতরাচ্ছিলেন যদিও, কিন্তু নড়তে পারছিলেন না।
4/9
ওই যুবক চিকিৎসকদের জানান, হাঁচি আটকাতে মুখ বন্ধ করে নাকের উপর চিমটি কাটেন তিনি। তার ঠিক পর থেকেই অসহ্য যন্ত্রণা শুরু হয়। গাড়ি চালাচ্ছিলেন সেই সময়। শরীরে খড় জ্বর বা অ্যালার্জিক রাইনাইটিস ছিল তাঁর। হাঁচি, কাশি চলছিল।
5/9
তীব্র যন্ত্রণায় কাতরালেও, শ্বাস নিতে যদিও কোনও সমস্যা হচ্ছিল না যুবকের। খাবার খেতে, গিলতেও সমস্যা হচ্ছিল না। কিন্তু আওয়াজ কর্কশ শোনাচ্ছিল।
Continues below advertisement
6/9
এর পর এক্স রে করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা, যাে Surgical Emphysema-র লক্ষণ ধরা পড়ে। এক্ষেত্রে টিস্যুর গভীর স্তরের নীচে বাতাস আটকে যায়।
7/9
ওই যুবকের CT Scan করা হলে দেখা যায়, ঘাড়ের থার্ড ও ফোর্থ বোনের মাঝের অংশ ছিঁড়ে গিয়েছে। ফলে শ্বাসনালি দিয়ে বাতাস বেরিয়ে ফুসফুসের মাঝের টিস্যুতে ঢুকে যাচ্ছে। শ্বাসনালিতে ২/২ মিলিমিটার আয়তনের গর্ত দেখতে পান চিকিৎসকরা।
8/9
জানা যায়, হাঁচি আটকাতে যখন মুখ বন্ধ করে নাকের উপর চিমটি কাটেন ওই যুবক, শ্বাসনালির উপর তীব্র চাপ সৃষ্টি হয়। ফলে কিছুটা কিছুটা অংশ চিড়ে যায়।
9/9
এই ঘটনাকে বিরল বলে উল্লেখ করেন চিকিৎসকরা। কারণ সচরাচর শ্বাসনালি চিড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে না, যাও বা ঘটে তা বড় ধরনের আঘাত বা অস্ত্রোপচারের সময় কাটাছেঁড়ার জেরে। আর হাঁচতে গিয়ে শ্বাসনালি ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা আগে কখনও ঘটেইনি। চিকিৎসকরা জানিয়েছেন, হাঁচির সময় মুখ এবং নাক যদি বন্ধ থাকে, শ্বাসনালির উপর চাপ ২০ গুণ বেড়ে যায়। তাই হাঁচির সময় তা আটকানোর জন্য নাক-মুখ কখনওই বন্ধ রাখা উচিত নয় বলে মত চিকিৎসকদের।
Sponsored Links by Taboola