Dream Interpretation: ঘুমের মধ্যে চুল কাটার স্বপ্ন? এর অর্থ কী হতে পারে জানুন

Haircut Dream: ঘুমের মধ্যে দেখা স্বপ্ন বাস্তবজীবনের ক্ষেত্রেও অর্থবহ হতে পারে। ছবি: ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/13
নিজের চুল কেটে ফেলা থেকে অন্যের চুলে কাঁচি চালানো, ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখেই থাকি আমরা।
2/13
কিন্তু এমন স্বপ্ন দেখার অর্থ কী? বাস্তব জীবনে কোন দিকে ইঙ্গিত করে জানুন।
3/13
সম্প্রতি জীবন থেকে কেউ সরে গেলে বা বড় কিছু হারালে এই ধরনের স্বপ্ন দেখি আমরা। এই সময় আত্মবিশ্বাস কম থাকে আমাদের। জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা হয় এমন স্বপ্নকে।
4/13
স্বপ্নে যদি দেখেন আপনি অন্য কারও চুল কাটছেন, বুঝতে হবে নিজের জীবন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন আপনি। কাছের মানুষের উপরও আর কোনও কথা খাটছে না আপনার। এক্ষেত্রে বিচার বিবেচনা করে জীবনে এগিয়ে যাওয়াই দস্তুর।
5/13
বাস্তব জীবনে কেমন অনুভূতি হচ্ছে নিজের, তার উপরও নির্ভর করে এমন স্বপ্ন। চুল কাটার স্বপ্ন যদি ইতিবাচক বা পজিটিভ হয়, বুঝতে হবে জীবন থেকে সমস্ত নেতিবাচক ভাবনা দূর করার সময় এসেছে।
Continues below advertisement
6/13
শুধু কাছের মানুষ বা কোনও জিনিস হারানোর প্রতীকী নয়, চুল কাটার স্বপ্ন আত্মবিশ্বাস হারানোর দিকেও ইঙ্গিত করে। এতে ভেঙে পড়ার কিছু নেই। বরং নিজেকে সেই মতো প্রস্তুত করতে হবে।
7/13
প্রত্যেক মানুষের অন্তর্দৃষ্টি থাকে। ঠিক কী ঘটতে চলেছে জীবনে, জীবন কোন খাতে বইছে, তা আগেভাগে আঁচ করতে পারি আমরা। কিন্তু কখনও কখনও নিজের মনের সঙ্গেই সমন্বয় থাকে না আমাদের। নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রতীক হিসেবেও ঘুমের মধ্যে চুল কাটার স্বপ্ন দেখি আমরা।
8/13
চুল কাটার সঙ্গ জড়িযে থাকে নিজের ইচ্ছে-অনিচ্ছে। বাস্তব জীবনে সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে ইচ্ছেশক্তি অপরিহার্য। পরিবর্তনশীল জীবনে সেই ইচ্ছেশক্তির দিকেই ইঙ্গিত করে এমন স্বপ্ন।
9/13
স্বপ্নে হয়ত দেখলেন, অন্য কেউ আপনার চুল কেটে দিচ্ছে। সেই সময় অনুভূতি ইতিবাচক না নেতিবাচক, তার উপরও অনেক কিছু নির্ভর করে। বাস্তব জীবনে সব কিছু যদি হাতের বাইরে চলে যায়, নিজের উপর যদি নিয়ন্ত্রণ হারান, স্বপ্নেও সেই অনুভূতি ধরা পড়ে। অন্য দিকে, চুল কাটায় যদি আনন্দ পান, বুঝবেন সুখে আছেন, সন্তুষ্টি পেয়েছেন।
10/13
অত্যন্ত খারাপ চুল কাটা হয়েছে বলে যদি স্বপ্ন দেখেন, বুঝতে হবে বাস্তব জীবনে উৎকণ্ঠায় ভুগছেন। লক্ষ্যে পৌঁছতে সমস্যা হচ্ছে।
11/13
নিজে নিজের চুল কাটছেন বলে যদি স্বপ্ন দেখেন, বুঝতে হবে চাইলে একাই অনেক কিছু করতে পারেন আপনি। শুধু মন থেকে সিদ্ধান্ত নিলেই হল। হতে পারে নতুন ভাবে সবকিছু শুরুর সময় এসেছে। নিজে নিজে পাকা চুল তোলার অর্থ, জীবন থেকে নেগেটিভিটি উপড়ে ফেলে দিচ্ছেন। শীঘ্রই ইতিবাচক কিছু ঘটবে।
12/13
চুল কাটার স্বপ্ন সাধারণত পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। ইতিবাচক অথবা নেতিবাচক, দু’ধরনের অর্থই বের করা সম্ভব। তবে ইন্টারনেটের উপর ভরসা না করে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা উচিত এক্ষেত্রে।
13/13
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
Sponsored Links by Taboola