Year 2100: চার বছর পর পর লিপ ইয়ার! এই ধারণা কতটা সত্য, ২১০০ সাল কেন এই গোত্রে পড়ে না, জানুন বিশদ
ফেব্রুয়ারি মাসে বাড়তি একটি দিন যোগ হলে, সেই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে, ছোট থেকে এমনটাই জেনে এসেছি আমরা। প্রতি চার বছর অন্তর এই অধিবর্ষের আগমন ঘটে বলেই প্রচলিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু প্রতি চার বছর অন্তর অধিবর্ষের আগমন বাধ্যতামূলক নয়। সূর্যকে পৃথিবী যেভাবে প্রদক্ষিণ করবে, তার উপরই সব কিছু নির্ভর করে।
সাধারণত ৩৬৫ দিনে পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করে বলে জানি আমরা। আসলে ৩৬৫.২৪২১৮৯ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৫ সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে পৃথিবী।
আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি, তাকে বলা হয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যাতে ৩৬৫ দিনে একবছর পূর্ণ হয়। চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসে বাড়তি একদিন যোগ না করলে, পৃথিবী সূর্যকে সম্পূর্ণ প্রদক্ষিণ করার ৬ ঘণ্টা আগেই নতুন বছরের আগমন ঘটবে প্রতিবার।
এমন চললে ক্যালেন্ডারের সঙ্গে ঋতুর সামঞ্জস্য থাকবে না। তাই ভেবেচিন্তে উপায় বের করেন বিজ্ঞানীরা, যাতে বলা হয়, ৪ দিয়ে ভাগ করা গেলেই কোনও বছরকে অধিবর্ষ বলা যাবে।
কিন্তু তাই বলে চার বছর অন্তর অধিবর্ষের আগমন ঘটবে, এমন বাধ্যবাধকতা নেই। কোনও বছর থেকে নতুন শতাব্দির সূচনা হলে, কোনও বছরকে যদি ১০০ দিয়ে ভাগ করা যায়, তাকে ৪০০ দিয়েও ভাগ করা যেতে হবে, তবেই তাকে অধিবর্ষ বলা যাবে।
সেই মাপকাঠিতে উতরে যাওয়ায় ২০০৪, ২০০৮, ২০১২ এবং ২০১৬ সাল অধিবর্ষ হিসেবে বিবেচিত হয়েছিল। ২০০০ সাল অধিবর্ষ হলেও, ১৯০০ সাল অধিবর্ষ ছিল না। একই ভাবে ২১০০ সালও অধিবর্ষ হিসেবে বিবেচিত হবে না।
২১০০ সাল থেকে নতুন শতাব্দির সূচনা। কিন্তু তাকে ৪০০ দিয়ে ভাগ করলে ভাগফল হয়, ৫.২৫। অর্থাৎ সম্পূর্ণ বিভাজ্য নয় ২১০০ সাল। তাই ২১০০ সাল অধিবর্ষ বলে বিবেটিত হবে না।
২০৪০ সালকে কিন্তু ৪ দিয়ে সম্পূর্ণ ভাগ করা সম্ভব, এতে ভাগফল হয় ৫১০। তাই সেটি অধিবর্ষ।
তাই বইয়ের পাতার সহজ-সরল সংজ্ঞার সঙ্গে অধিবর্ষের হিসেব মেলে না অনেক সময়ই। পৃথিবী এবং সূর্যের অবস্থানের নিরিখে সবকিছুর হিসেব হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -