Moon Mission:শুরু মহাকাশচারী পাঠানোর তোড়জোড়, প্রাথমিক ভাবে নির্বাচিত বায়ুসেনার ৪ টেস্ট পাইলট! জানাল ISRO
চন্দ্রযান-৩ অভিযানের চোখধাঁধানো সাফল্য়ের পর এবার রকেটের গতিতে মহাকাশে নভোচর পাঠানোর তোড়জোড় শুরু করল ভারত। এদেশের দেশের মহাকাশ গবেষণা সংস্থা ISRO, বিষয়টি নিয়ে কতটা তৎপর, সে খবরও শুনিয়ে দিলেন এস সোমনাথ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppISRO কর্তা এস সোমনাথ গত সপ্তাহে প্রকাশিত একটি দুরন্ত তথ্য প্রকাশ করেছেন। তাঁর দাবি, 'গগনযান অভিযান'-র মাধ্যমে মহাকাশ গবেষণার পরের ধাপে নিজেদের পরিসর বাড়াবে ভারত। সেখানেই ২-৩ জন মহাকাশচারীকে লো আর্থ অরবিটে পাঠানোর চেষ্টা করা হবে। এই মর্মে ভারতীয় বায়ুসেনার ৪ জন টেস্ট পাইলটকে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছে।
এস সোমনাথ আরও জানান, পরের ধাপে দিনতিনেকের জন্য ওই মহাকাশচারীদের লো আর্থ অরবিটে রেখে নিরাপদে ফিরিয়ে আনাই এই ধাপের মহাকাশ অভিযানের লক্ষ্য।
ভারতীয় বায়ুসেনার যে ৪ জন টেস্ট পাইলটকে এই জন্য বেছে নেওয়া হয়েছে, তাঁরা আপাতত বেঙ্গালুরুর 'অ্যাস্ট্রোনট ট্রেনিং ফেসিলিটি'-তে অভিযানের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ নিচ্ছেন বলে খবর।
মহাকাশচারীদের নিয়ে যে প্রথম গগনযান অভিযান হওয়ার কথা, তাতে ক্রু মডিউল থাকবে। মহাকাশেও পৃথিবীর মতো বাসস্থানের অনুভূতি থাকবে ওই ক্রু মডিউলে।
তবে নভোচরদের নিয়ে মহাকাশ-অভিযান যে সম্পূর্ণ অন্য মাত্রার চ্যালেঞ্জ, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিজ্ঞানীরা। মহাকাশচারী পাঠানোর আগে 'গগনযান'-র একাধিক স্তরে পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়ার কথা।
গত ২১ অক্টোবর যেমন টেস্ট ভেহিকলের প্রথম 'ডেভলপমেন্ট ফ্লাইট' হয়। সে পর্বে মোটামুটি প্রায় প্রতিটি পর্যায়ই সফল ভাবে উতরে যায়।
তবে এখনও মহাকাশচারী নিয়ে অভিযানের আগে একাধিক পরীক্ষা বাকি। সেগুলির ধাপে ধাপে এবং বহু স্তরে সফল ভাবে শেষ হলেই নভোচরদের পাঠানোর কথা। তবে ইতিমধ্যে এই কাজের জন্য বায়ুসেনার যে ৪ জন টেস্ট পাইলটকে বেছে নেওয়া হয়েছে ও তাঁদের প্রশিক্ষণ চলছে, সেই খবরেই আশার আলো নানা মহলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -