Facts About Bats: বিবর্তনের পর আজও সহজাত হতে পারেনি, বাদুড় কেন উল্টো হয়ে ঝোলে জানেন?
Science News: নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কার্যকারণ। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
নাম শুনলে হাড় হিম হয়ে আসে কারও, কারও আবার গা ঘিন ঘিন করে। কিন্তু বাদুড় নিয়ে জানার আগ্রহ কম নয়।
2/10
বিশেষ করে বাদুড় উল্টো হয়ে ঝোলে কেন, উল্টো হয়ে ঝুলতে ঝুলতেই কেন ঘুমায় বাদুড়, তা বুঝতে পারেন না অনেকেই। এর নেপথ্যে বৈজ্ঞানিক কার্যকারণ রয়েছে।
3/10
বাদুড় যে উল্টোভাবে ঝুলে থাকে, তার জন্য বিবর্তনই দায়ী বলে মত বিজ্ঞানীদের। এখনও বর্তমান অবস্থার সঙ্গে বাদুড়রা সহজাত হতে পারেনি।
4/10
ইলিনয় ব্য়াট কনজার্ভেশন প্রোগ্রামের কোঅর্ডিনেটর তারা হোহফ জানিয়েছেন, আগে স্তন্যপায়ী প্রাণী ছিল বাদুড়। মাটিতেই ঘোরাফেরা ছিল।
5/10
প্রথমে মাটিতেই বিচরণ ছিল। তার পর কাঠবেড়ালির মতো ছুটে বেড়াতে, গাছে চড়তে শেখে। এক পর উড়তে শেখে বাদুড়।
6/10
প্রথম প্রথম গাছে ওঠার পর ডাল থেকে হড়কে নেমে আসত বাদুড়। সেখান থেকেই নখ শক্ত হয় তাদের। বিবর্তনের ফলে হাত পরিণত হয় ডানায়।
7/10
কিন্তু পাখির পালকের মতো বাদুড়ের শরীরে হাড় ফাঁপা নয় মোটেই। ওড়ার সময় খুব উঁচুতে উঠতে পারে না।
8/10
মানুষ বা অন্য কোনও প্রাণীই বেশি ক্ষণ উল্টো হয়ে ঝুলতে পারে না। কিন্তু বাদুড় অনায়াসেই তা পারে। এর জন্য দায়ী তাদের পেশী, হাড় ও মাংশপেশীকে জুড়ে রাখা তন্তু এবং তীক্ষ্ণ নখ।
9/10
উপযুক্ত জায়গা খুঁজে পেলে নখের সঙ্গে সংযুক্ত পেশির সঙ্কোচন ঘটায় বাদুড়। সেই অবস্থায় শরীরকে ভাসিয়ে দেয়। এর ফলে পেশীতে টান পড়ে, যা তাদের নখের সঙ্গে যুক্ত। এর ফলে তীক্ষ্ণ নখের অগ্রভাগ সামনে যা পায়, আঁকড়ে ধরে।
10/10
মানুষ বেশি ক্ষণ উল্টো হয়ে ঝুলে থাকতে পারে না। সেক্ষত্রে মাথায় রক্ত উঠে যায়। কিন্তু বাদুড়ের ক্ষেত্রে সেই সমস্যা হয় না। আকারে ছোট হওয়ায় তার শরীর রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। আবার শরীরের তুলনায় বাদুড়ের পা দুর্বল। ঝুলে থাকলে পায়ের উপরও চাপ পড়ে না।
Published at : 26 Jan 2025 04:35 PM (IST)