Science News: ভরপেট খেয়েও ঘাস চিবোয় কুকুর ও বিড়াল, কেন জানেন?

Animal Science: নিজেদের পোষ্য হোক বা চারপাশে, কুকুর ও বিড়ালকে ঘাস খেতে দেখেছেন নিশ্চয়ই! ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
বাড়িতে পোষ্য না থাকলেও, চারপাশে কুকুর ও বিড়ালকে নিশ্চয়ই ঘাস খেতে দেখেছেন? কিন্তু ঘাস খাওয়ার কথাই নয় কুকুর ও বিড়ালের। তার পরও কেন ঘাস খায় তারা?
2/10
এর নেপথ্যে একাধিক তত্ত্ব রয়েছে। পশু চিকিৎসক জেমি লভজয় জানিয়েছেন, কুকুর এবং বিড়ালের পেটে ঘাস হজম হওয়ারই কথা নয়। তার পরও তাদের ঘাস খেতে দেখি আমরা। এর সঙ্গে বিপাকক্রিয়ার যোগ থাকতে পারে।
3/10
এই তত্ত্ব আগেও একাধিক বার তুলে ধরেছেন পশু চিকিৎসকার। তাঁদের মতে, পেট খারাপ হলে তখনই ঘাস খায় কুকুর ও বিড়াল। সেই ঘাস পেটেও থাকে না তাদের। বমি অথবা মলের মাধ্যমে বেড়িয়ে যায়।
4/10
তবে শুধুমাত্র পেট খারাপ হলেই কুকুর ও বিড়াল ঘাস খায় না, বরং নেপথ্যে আরও বড় কারণ রয়েছে বলে মত পশু চিকিৎসকদের একাংশের। ২০০৮ সালের একটি গবেষণায় দেখা যায়, একদিন বা দু’দিন নয়, এক সপ্তাহে প্রায় রোজই ঘাস খেতে দেখা যায় কুকুর ও বিড়ালকে। কিছু ক্ষেত্রে ঘাস খাওয়ার আগে তাদের মধ্যে অসুস্থতাও ধরা পড়ে।
5/10
২০২১ সালেও একটি গবেষণা থেকে যে তথ্য উঠে আসে, তাতে বলা হয়, জিভ দিয়ে নিজের গা পরিষ্কার করার সময় রোম পেটে চলে যায়। দীর্ঘ সময় ধরে এমন চলতে চলতে সমস্যা হয়। সেই সময় ঘাস খেয়ে বমি করে কুকুর ও বিড়াল, যাতে রোম বেরিয়ে যায়।
6/10
শুধু কুকুর বা বিড়াল নয়, বাঘ, সিংহ এমনকি নেকড়েও মাঝেমধ্যে ঘাস খায়। অন্ত্রে যে পরজীবী বাসা বাঁধে, বমি করে তা বের করে দিতেই এমন আচরণ বলে মত বিশেষজ্ঞদের।
7/10
এমনিতে ঘাসের কোনও পুষ্টিগুণ নেই। তবে টেক্সাসের A&M কলেজের অধ্যাপক লোরি টেলারের মতে, ভিটামিন বি-র মতো মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে ঘাসে। তবে তার জন্য় কুকুর ও বিড়াল যে ঘাস খায় না, সেব্যাপারে নিশ্চিত পশু চিকিৎসকরা।
8/10
কুকুর ও বিড়ালের ঘাস খাওয়ার মধ্যে ক্ষতি কিছু নেই। তবে কিছু ঘাস বিষাক্ত হয়। তাই পোষ্যের ব্যাপারে সতর্ক থাকা উচিত বলে মত পশু চিকিৎসকদের।
9/10
সার বা কীটনাশক প্রয়োগ করা হয়ে থাকলে, সেই ঘাসও কুকুর ও বিড়ালের জন্য ক্ষতিকর। তাই ঘাস খাওয়ার পর পোষ্য বমি করতে থাকলে, অসুস্থ হয়ে পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
10/10
ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola