Cats and Closed Doors: দরজা বন্ধ দেখলে স্থির থাকতে পারে না বিড়াল, কেন জানেন?
পোষ্য হিসেবে কুকুর বা বিড়াল বাড়িতে রাখতে পছন্দ করেন অনেকেই। কিন্তু সারমেয় পোষা এবং বিড়াল পোষা এক নয়। বিড়ালের বায়নাক্কা একটু বেশি বলেও মনে করেন অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিড়ালকে তুষ্ট করা যার তার কাজ নয় বলে মনে করা হয়। বিড়ালের আচরণও সারমেয়র চেয়ে আলাদা হয়। বিশেষ করে একটি বিষয় নজর কাড়ে সকলের।
বন্ধ দরজার সামনে কখনও বিড়ালের আচরণ লক্ষ্য করেছেন? যাঁরা লক্ষ্য করেছেন, তাঁরা জানেন, বন্ধ দরজার দেখলে বিরক্ত হয় মার্জাররা। উসখুশ করে দরজার ভিতর উঁকি দেওয়ার জন্য।
দরজা বন্ধ দেখলে, প্রথমেই খোলার চেষ্টা করে বিড়াল। ফাঁক-ফোকরে চোখ রেখে উঁকি দেওয়ার চেষ্টা করে ভিতরে। কিছুতেই লাভ না হলে দরজার উপর ঝাঁপিয়েও পড়ে।
বন্ধ দরজা দেখে বিড়ালদের এমন আচরণের নেপথ্যে কিছু কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। একদিকে বিবর্তন এবং অন্য দিকে, মালিক নিজে বিড়ালদের এই আচরণের জন্য দায়ী বলে মত তাঁদের।
বিশেষজ্ঞদের দাবি, বিড়াল একটি কৌতূহলী প্রাণী। কোনও কিছু তাদের চোখের বাইরে রয়ে যাচ্ছে কি না, সেই নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। সবকিছু দেখার, সবকিছু সাক্ষী হওয়ার ইচ্ছে বেশি হয়।
জীবজগতে বেঁচেবর্তে থাকার জন্য শত্রুপক্ষের গতিবিধিতে নজর রাখা জরুরি। জঙ্গলে কোন দিকে থেকে হামলা আসবে বলা যায় না। তাই ক্যাট ফ্যামিলির সকলেই এ ব্যাপারে অত্যন্ত সজাগ এবং সতর্ক হয়। বিড়ালও তাদের মধ্যেই পড়ে।
বিশেষজ্ঞদের মতে, বিড়ালের মধ্যে অধিকার বোধ অত্যন্ত প্রখর। কোনও এলাকায় থাকতে থাকতে, সেই এলাকাকে নিজের বলে মনে করতে শুরু করে। তাই সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চায়।
বিশেষজ্ঞদের মতে, Choice, Control, Change, এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিড়ালের কাছে। নিজের মতো চলার অধিকার, সব কিছু নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা চায় তারা। পাশাপাশি, চেনা পরিবেশকে পাল্টে যেতে দেখতে পারে না। ফলে বন্ধ দরজার ওপারে কী ঘটছে, তা ভাবিয়ে তোলে তাদের।
মালিক তাদের যত্ন করবে, আদর করবে, চোখে চোখে রাখবে, এটাই চায় বিড়াল। দরজা যে সাময়িক বন্ধ রাখা হয়, আবারও খুলে দেওয়া হয়, তা বোঝে না। ফলে বন্ধ দরজা দেখলে ভয় পেয়ে যায়। তাই উদ্বিগ্ন হয়ে পড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -