Science News: হলুদ, সবুজ বা নীল নয়, মানুষের রক্তের রং লাল যে কারণে...
মানুষ বিশেষে শারীরিক গঠন, চারিত্রিক বৈশিষ্ট আলাদা হয়। কিন্তু একটি বিষয়ে প্রত্যেক মানুষই সমান, তা হল রক্ত। প্রত্যেকের ধমনীতে চলা রক্তের রংই লাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এই রক্তের রং কেন লাল হয়, তা জানেন কি? হিমোগ্লোবিন থাকার জন্যই রক্তের রং লাল হয়। কিন্তু তবে বিষয়টি মোটেই সহজ নয়। বিশদে জানা প্রয়োজন।
হিমোগ্লোবিনে Heme নামের একটি অণু থাকে, যার মধ্যে রয়েছে আয়রন। এই আয়রন অক্সিজেনের সংস্পর্শে এসে লাল রং ধারণ করে।
আসলে কিছু কোষের সমন্বয়েই রক্তের রং লাল। কারণ ওই কোষগুলিরও লাল রঙের। ওই কোষগুলিকে তাই লোহিতকণিকাও বলা হয়।
ওই লোহিতকণিকার রং কেন লাল, তা জানতে হলে অণুতে ভেঙে পরীক্ষা করার প্রয়োজন পড়ে, আর তে থেকেই রক্তের রং লাল হওয়ার কারণ জানা গিয়েছে।
লোহিতকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামে প্রোটিন থাকে। এই হিমোগ্লোবিন আবার সাবইউনিট Heme অণু দ্বারা গঠিত।
ওই Heme অণু আয়রন অণুর সঙ্গে সংযুক্ত হয়ে অক্সিজেন আবদ্ধ করে ফেলে। আয়রন এবং অক্সিজেনের মধ্যে রাসায়নিক বন্ধন ঘটলে, তা থেকে যে আলো প্রতিফলিত হয়, তাকেই লাল দেখায়।
রক্তের জন্য অক্সিজেন বইতে পারা অত্যন্ত জরুরি। কারণ ফুসফুসে যখন রক্ত সঞ্চালন ঘটে, সেই সময়ই অক্সিজেন সংগ্রহ করে বিশুদ্ধ হয় রক্ত। এর পর গোটা শরীরে অক্সিজেন পৌঁছয় রক্তের মাধ্যমেই।
ওই অক্সিজেন শেষ হয়ে গেলে আবারও ফুসফুসে ফিরে যায় রক্ত। আবারও সেখান থেকে অক্সিজেন গোটা শরীরে পৌঁছে দেয়।
কীটপতঙ্গ এবং কিছু প্রাণী ছাড়া, মানুষ-সহ জীবজগতের অধিকাংশ প্রাণীর রক্তের রংই লাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -