Science News: বহুতলের দ্রুত ছোটে সময়, বয়সও বাড়ে তাড়াতাড়ি, কেন হয় এমন?

Time Facts: কেন হয় এমন, কী বলছে বিজ্ঞান? ছবি: ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/10
সময় কারও জন্য থেমে থাকে না ঠিকই। কিন্তু বহুতল এবং মাটির কাছাকাছি জায়গায় সময়ের গতি ভিন্ন হয় জানেন কি? এ নিয়ে অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব তুলে ধরেছেন বিজ্ঞানীরা।
2/10
বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন যে, বহুতলের উপরে বাস করেন যাঁরা, তাঁদের জন্য় সময় দ্রুত দৌড়য়। অর্থাৎ মাটির কাছাকাছি বাস যাঁদের, তাঁদের তুলনায় বহুতলের লোকজনের বয়স বাড়ে তাড়াতাড়ি।
3/10
প্রায় দেড় দশক আগে এ নিয়ে গবেষণা চালায় কলোরাডোর ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব ধরে, তাঁরা হাতেকলমে প্রমাণ করে দেখান যে, পৃথিবী থেকে দূরত্ব যত বাড়বে, সময় ততই দ্রুত ছোটে।
4/10
২০২০ সালে ইউনিভার্সিটি অফ টোকিওর বিজ্ঞানীরাও একই তত্ত্ব প্রমাণ করেন। টোকিও স্কাইট্রির মাথায় ওঠেন বিজ্ঞানীরা। সেখানে পৌঁছে দেখা যায়, নীচে ঘড়িতে যে সময় দেখাচ্ছে, উপরে তার চেয়ে সময়ের গতি ৩ ন্যানোসেকেন্ড বেশি।
5/10
এমন আরও একাধিক গবেষণায় একই তথ্য উঠে এসেছে। মহাকাশে যে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে ঘিরে রয়েছে, সেখানেও পৃথিবীর তুলনায় সময় দ্রুত ছোটে।
Continues below advertisement
6/10
কিন্তু সময়ের গতির এই হেরফের কেন ঘটে? আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী, মাধ্যাকর্ষণ শক্তি যেখানে বেশি, সেখানে ধীরে চলে সময়। মাধ্যাকর্ষণ শক্তি যেখানে কম, সেখানে সময় দ্রুত চলে।
7/10
যে কারণে পৃথিবীর অন্তঃস্থলের দিকে যত এগোই আমরা, সময়ের গতি ততই শ্লথ হয়। একই ভাবে যত উঁচুতে উঠি, সময়ের গতি কমে আসে।
8/10
উঁচু বিল্ডিং এবং নীচের তলার মধ্যে সময়ের এই ফারাক অতি সামান্য হলেও, অ্যাটমিক ক্লক ব্যবহার করে ফারাক বোঝা সম্ভব। উপরের তলায় ঘড়ির কাঁটা সামান্য হলেও এগিয়ে থাকবে।
9/10
আর এই আপেক্ষিক তত্ত্ব থেকেই ‘টাইম ট্রাভেল’ নিয়ে ভাবনার উদয়। গবেষণায় দেখা গিয়েছে, দ্রুত গতিসম্পন্ন কোনও মহাকাশযানে চেপে যদি কেউ এক বছরের জন্য মহাশূন্যে ঘুরে বেড়ান, পৃথিবীতে ফিরে হয়ত দেখবেন ১০০ বছর পেরিয়ে গিয়েছে।
10/10
তাই বলে উঁচু বিল্ডিং বা ছাদে থাকলেই কি আয়ু বেড়ে যাবে? তত্ত্বের নিরিখে উত্তর হবে হ্যাঁ। কিন্তু ফারাক এতটাই সামান্য যে আমাদের জীবনে তেমন কোনও প্রভাব পড়ে না।
Sponsored Links by Taboola