Science News: বড্ড তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে সময়, বয়স বাড়লে কেন এমন মনে হয়?

Why Time Feels Faster With Age: বয়সের সঙ্গে এই অনুভূতি বাড়ে। কেন হয় এমন? ছবি: ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/12
একটি করে বছর যায়, আর হতাশা বাড়ে। মনে হয়, অনেক কিছুই করা হল না। অথচ দ্রুত সময় পেরিয়ে যাচ্ছে। সেই নিয়ে মনের মধ্যে তোলাপড়া চলতেই থাকে।
2/12
বয়স যত বাড়ে, এই অনুভূতি ততই বাড়ে। খালি মনে হয়, সময় যেন বড্ড তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। কেন এমন মনে হয় আমাদের, তা খোলসা করেছেন বিজ্ঞানীরা।
3/12
বিজ্ঞানীদের মতে, শিশুরা নিত্য নতুন জিনিস শিখতে থাকে। ভাল খেলনা থেকে ভাল-খারাপ অভিজ্ঞতা, সবই তাদের মস্তিষ্কে গেঁথে থাকে।
4/12
বাইরে খেলতে যাওয়া থেকে খেলার মাঠের অভিজ্ঞতা, বন্ধুদের সঙ্গে কথোপকথন, পড়াশোনা, খাওয়াদাওয়া…এক বিকেলের বিভিন্ন ঘটনা শিশুর মাথায় ঘুরতে থাকে। ফলে তার মস্তিষ্কে এক বিকেলের সময়কালই দীর্ঘ হয়।
5/12
অল্পবয়সিদের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। ঘটনাবহুল জীবনের নানারকম ঘটনা মাথায় ঘুরতে থাকে। সেই সব নিয়ে ভাবনাচিন্তা করতে গিয়ে সময়কালও দীর্ঘ মনে হয়।
Continues below advertisement
6/12
কিন্তু বয়স যত বাড়ে ভাবনা-চিন্তার পরিসরও কমে। হাতেগোনা কিছু ঘটনাই উল্লেখযোগ্য হয়ে ওঠে। ফলে নানাবিধ ঘটনাবলী মস্তিষ্কে জমে থাকে না।
7/12
ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার এরিয়াজ অফ সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ-এর মনোবিজ্ঞানী মার্ক উইটম্যানের মতে, স্মৃতি এবং সময় সম্পর্কে আমাদের ধারণা, একই জায়গায় গচ্ছিত থাকে। একটি সঙ্কুচিত হলে, অন্যটিও সঙ্কুচিত হয়।
8/12
জীবনে নতুন কী ঘটছে, তার উপরও এমন ধারণা নির্ভরশীল। জীবনে নতুন কিছু ঘটলে, মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়। ওই স্মৃতি গুরুত্বপূর্ণ বুঝতে পেরে সেটিকে জমা করে। এতে স্মৃতি টনটনে থাকে আমাদের। ফলে ওই সময়কালও দীর্ঘ মনে হয়।
9/12
কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন সম্পর্কে অভিজ্ঞতা বাড়ে আমাদের। আগে ঘটে যাওয়া কিছু আর নতুন বলে মনে হয় না। তাই রোজনামচা কপি-পেস্ট হতে থাকে মস্তিষ্কে। ফলে কোনও ঘটনা নিয়ে অনেক ক্ষণ নাড়াচাড়া করা হয় না। তাতেও সময় দ্রুত কেটে যাচ্ছে বলে মনে হয়।
10/12
গত ৩০ সেপ্টেম্বর Communications Biology জার্নালে যে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, তাতে ১৮ থেকে ৮৮ বছর বয়সিদের Functional MRI পরীক্ষা করে দেখা হয়।
11/12
একটি পুরনো শো দেখানো হয় সকলকে। দেখা যায়, আট মিনিটের ওই শো চলাকালীন বয়স্কদের স্নায়বিক অবস্থা দীর্ঘ সময় একই ছিল। অ্যারিস্টটলের সময়ও এই তত্ত্ব প্রচলিত ছিল যে, নির্দিষ্ট সময়কালে যত বেশি ঘটনা ঘটে, বিষয়গত ভাবে ততই দীর্ঘ মনে হয় ওই নির্দিষ্ট সময়কালকে। নয়া গবেষণাতেও একউ তত্ত্ব উঠে আসছে।
12/12
বিজ্ঞানীদের মতে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেহেতু কম উল্লেখযোগ্য ঘটনা ঘটছে, তাই বয়স্কদের মনে হয়, সময় দ্রুত কেটে যাচ্ছে।
Sponsored Links by Taboola