Weird Science: বাদুড়কে নেশা করালেন কেউ, কেউ গরুকে বানালেন জেব্রা, বিজ্ঞানের দুনিয়ায় আজব অবিষ্কারের জন্য Ig Nobel পেলেন ২ ভারতীয়ও

Ig Nobel Prize: বিজ্ঞানের জগতে আজব আবিষ্কারের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ছবি: ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/13
আলাদা করে ধোওয়া মোছার বালাই নেই। আপনা থেকেই পরিষ্কার হয়ে যাবে জুতো, বেরোবে না দুর্গন্ধও। এমন জুতোর তাক আবিষ্কার করে Ig Nobel Prize জিতলেন দুই ভারতীয়।
2/13
শিব নাডার ইউনিভার্সিটির অধ্যাপক বিকাশ কুমার এবং তাঁর গবেষক ছাত্র সার্থক মিত্তল ২০২৫ সালের Ig Nobel Prize জিতেছেন, যা নোবেল পুরস্কারের অনুরূপ একটি পুরস্কার। বিজ্ঞানের দুনিয়ায় ‘আজব’ অথচ গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
3/13
নোবেল পুরস্কারের ব্যাঙ্গাত্মক সংস্করণ Ig Nobel Prize, যা আসলে ইংরেজি শব্দ Ignobel থেকে নেওয়া হয়েছে, যার অর্থ সম্মান, মর্যাদার ঠিক বিপরীত। সম্মানহীন, তুচ্ছ জিনিস বোঝাতে ব্যবহৃত হয়।
4/13
১৯৯১ সালে ব্যাঙ্গধর্মী পত্রিকা Annals of Improbable Research Ig Nobel Prize-এর সূচনা করে। এমন কোনও আবিষ্কার, যা দেখে হাসিও পাবে, আবার মানুষকে ভাবতেও বাধ্য করবে, তার জন্যই এই পুরস্কার। আসল নোবেলজয়ীরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
5/13
বিকাশ এবং সার্থক UV আলো সম্পন্ন জুতোর তাক তৈরি করেছেন। ওই অতিবেগুনি রশ্মি জুতোয় দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটিরিয়াকে নির্মূল করে দেয়। ফলে জুতো থেকে গন্ধ বেরোয় না।
Continues below advertisement
6/13
এর আগেও ভারতের লোকজন Ig Nobel Prize জিতেছেন। নাক পরিষ্কার নিয়ে বেঙ্গালুরুর বিজ্ঞানীরা পুরস্কার জিতেছিলেন। হাতির পিঠের ক্ষেত্রফল হিসেব করেও পুরস্কার জিতেছিলেন এক ভারতীয়। বিকাশ এবং সার্থকের হাত ধরে এই নিয়ে ২২ বার Ig Nobel জিতল ভারত।
7/13
‘আজব’ আবিষ্কারের জন্য এবছর আরও অনেকে Ig Nobel Prize জিতেছেন। ইতালির বিজ্ঞানী লুকা লুইসেলি। রামধনু রঙা গিরগিটির পিৎজা খাওয়া নিয়ে গবেষণা চালান তিনি। চিজ এবং কার্বহাইড্রেট খেয়ে কী প্রতিক্রিয়া হয় গিরগিটির, সেই নিয়ে গবেষণা চালান।
8/13
জাপানের গবেষকরা পুরস্কার জিতেছেন গরুর গায়ে জেব্রার মতো সাদা-কালো রং করে। সাদা-কালো রংয়ে গরুকে দেখতে হয় জেব্রার মতো। তার গায়ে মাছি বসা প্রায় বন্ধ হয়ে যায়।
9/13
উড়ান বিভাগে পুরস্কার পেয়েছেন একদল বিজ্ঞানী। তাঁরা দেখিয়েছেন, ফল গেঁজিয়ে তৈরি অ্যালকোহল পান করার পর বাদুড়দের ওড়ার ক্ষমতা হ্রাস পায়। কিন্তু মদ্যপান বেশ পছন্দও তাদের। বাদুড়দের আখ নিঃসৃত ইথানস পান করানো হয়।
10/13
মদ্যপানের পর আপনাআপনি বিদেশি ভাষায় কথা বলা সম্ভব কি? নেদারল্যান্ডস, জার্মানি এবং ব্রিটেনের গবেষকরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। দেখা যায়, নেশার ঘোরে জার্মানরা অন্য ভাষা যত ভাল ভাবে উচ্চারণ করেন, স্বাভাবিক অবস্থায় ততটা নয়। মদ্যপানের পর আত্মবিশ্বাস বেড়ে যায় বলেই এমনটা ঘটে বলে দেখিয়েছেন তাঁরা।
11/13
আমেরিকার গবেষক উইলিয়াম বি বিন নখের বৃদ্ধি রেকর্ড করে পুরস্কার জিতেছেন। গত ৩৫ বছর ধরে নিজের নখের বৃদ্ধি রেকর্ড করেন তিনি। নখে দাগ দিয়ে রাখতেন। সেই দাগ থেকে কত বাড়ছে নখ, তার উপর নজর থাকত সারাক্ষণ।
12/13
শিশুকে স্তন্যদান করালে মায়েদের সাধারণত সহজপাচ্য খাবার খেতে বলা হয়। কিন্তু আমেরিকার দুই বিজ্ঞানী দেখিয়েছেন, দুধে রসুনের স্বাদ ভাল লাগে শিশুদের। ওই দুই বিজ্ঞানী পুরস্কৃত হয়েছেন।
13/13
রসায়ন বিভাগে পুরস্কার জিতেছেন আমেরিকা এবং ইজরায়েলের গবেষকরা। তাঁরা দেখিয়েছেন, ননস্টিক বাসনে যে টেফলনের আস্তরণ থাকে, তাতে রান্না হওয়া খাবার অল্প খেলেই পেট ভরে যায়। ফলে বেশি ক্যালরি যায় না শরীরে।
Sponsored Links by Taboola