রাজগীরের জু সাফারি পার্কে তৈরি হল দেশের দ্বিতীয় ‘গ্লাস ব্রিজ’, প্রবেশের অনুমতি পাওয়ার অপেক্ষায় অ্যাডভেঞ্চারপ্রেমীরা
এই সাফারি পার্কেই তৈরি করা হয়েছে ‘গ্লাস ব্রিজ’। অ্যাডভেঞ্চারের নেশায় এই ‘গ্লাস ব্রিজে’ যাবেন বলে আশা পার্ক কর্তৃপক্ষের। এছাড়া এই পার্কে অত্যাধুনিক রোপওয়েও তৈরি হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজগীরের এই জু সাফারি পার্ক তৈরির কাজ প্রায় শেষ। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সাফারি পার্কের অনুমোদন দিয়েছে। নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য খুলে দেওয়া হতে পারে এই পার্ক।
রাজগীরে একটি জু সাফারি পার্কও তৈরি হচ্ছে। এটি উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে আধুনিক সাফারি পার্ক হতে চলেছে। এই সাফারি পার্কে বিভিন্ন ধরনের জীবজন্তু থাকবে।
ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শনের জন্য বিখ্যাত রাজগীর। এবার বিহারের এই অঞ্চলটি আরও এক নজির গড়ল। রাজগীরেই তৈরি হল বিহারের প্রথম ও দেশের দ্বিতীয় ‘গ্লাস ব্রিজ’।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -