Sachin Tendulkar: খালি পায়ে সাইকেল চালাচ্ছেন সচিন, পিছনে বাজছে দিল চাহতা হ্যায়...
ছুটি কাটালেও ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দিকেও নজর রয়েছে সচিনের। পাশাপাশি অসহায় মানুষদের পাশে সাহায্যের হাতও বাড়িয়ে দিতে দেখা যাচ্ছে তাঁকে। সোমবারই জানা গিয়েছে যে, ৬ রাজ্যের আরও কিছু অসুস্থ শিশুর চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি। সব ছবি সচিনের ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপিছনে দেখা যাচ্ছে পাহাড়। আর সচিন সময় কাটাচ্ছেন সুইমিং পুলে।
সোমবার খালি পায়ে সাইকেল চালানোর ছবি শেয়ার করেন সচিন। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সবুজ শার্ট আর শর্টসে। সচিন লেখেন, 'ভারসাম্য আর ফুটওয়ার্ক এখনও সর্বত্রই গুরুত্বপূর্ণ'। আমির খান-সইফ আলি খান ও অক্ষয় খন্না অভিনীত 'দিল চাহতা হ্যায়' সিনেমার জনপ্রিয় টাইটেল ট্র্যাক বাজছে প্রেক্ষাপটে। আর রিসর্টের বাগানে সাইকেল চালাচ্ছেন সচিন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সচিন।
নিজের ছুটি কাটানোর একাধিক ছবি শেয়ার করেছেন সচিন। কখনও তিনি তাকিয়ে পাহাড়ের দিকে। কখনও আবার সুইমিং পুলে বা সাইকেল চালাতে ব্যস্ত।
ছুটির মেজাজে মাস্টার ব্লাস্টার। পাহাড়ের কোলে এক রিসর্টে সময় কাটাচ্ছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -