বাড়ির কালীপুজোয় উপোস করে ভোগরান্না করছেন মমতা, ভিভিআইপি থেকে আমজনতা, সকলের জন্যই অবারিত দ্বার
কালীপুজোর দিন সাধারণ মানুষের মধ্যে ভোগ বিলি করা হয়। এবারও সেই ব্যবস্থা রয়েছে। তবে সবকিছুই করোনা সতর্কতা মেনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযাঁরা আসছেন, তাঁদের এক এক করে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে, স্যানিটাইজেশন করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে।
ভিভিআইপি থেকে সাধারণ মানুষ- সবার জন্যই মুখ্যমন্ত্রীর বাড়িতে অবারিত দ্বার। তবে করোনা পরিস্থিতির জন্য এবছর পুজো হচ্ছে সতর্কতা মেনে।
শাস্ত্রীয় রীতিনীতি মেনে পুজো। উপোস থেকে ভোগরান্না, পুজোর তদারকি মুখ্যমন্ত্রী নিজেই করেন। পুজোর কাজে সাহায্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা যখন ছাত্র রাজনীতিতে ছিলেন, তখনই বাড়িতে কালী পুজো শুরু করেন। সেই থেকে বাড়িতে পুজোর চল।
প্রতিবছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কালীপুজো।
সারা বছর তুমুল ব্যস্ততা৷ গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে৷ কিন্তু সেই ব্যস্ততার মাঝেই সময় বের করে নেওয়া বাড়ির কালীপুজোর জন্য।
উপোস করে ভোগরান্না, পুজোর তদারকি, সবই মুখ্যমন্ত্রী নিজেই করেন।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো। তবে এবার পুজো করোনা সতর্কতা মেনে। শরীরের তাপমাত্রা পরীক্ষা করে, স্যানিটাইজেশন করে, তারপর অতিথিদের নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -