ঢাকুরিয়া আমরির সেই 'অভিশপ্ত' ভবনে হবে করোনা রোগীদের চিকিৎসা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Nov 2020 07:48 PM (IST)
1
রাজ্যের কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তার মধ্যেই ঢাকুরিয়া আমরির পরিত্যক্ত ভবনে কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থা কিছুটা স্বস্তির খবর।
2
ইতিমধ্যেই শুরু হয়েছে সংস্কারের কাজ।
3
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া পরিত্যক্ত ভবনটিতে কোভিড হাসপাতাল চালুর ব্যাপারে সবুজ সঙ্কেত দিল স্বাস্থ্য দফতর।
4
২০১১ সালে আগুন লেগেছিল ঢাকুরিয়া আমরিতে।
5
অগ্নিকাণ্ডের ৯ বছর পরে খুলছে ঢাকুরিয়ার আমরির ক্ষতিগ্রস্ত ভবন।