মা হতে চলেছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়, শুভেচ্ছা রুক্মিণী-মৌনী-দেবিনাদের
'দেবো কা দেব মহাদেব' ধারাবাহিকে পার্বতীর ভূমিকায় পূজার অভিনয় সর্বত্র প্রশংসিত হয়েছিল।
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'তুঝ সঙ্গ প্রীত লাগায়ি সজনা'তে কুণালের সঙ্গে অভিনয় করেছিলেন পূজা।
পূজার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ার। জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়, দেবিনা বন্দ্যোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, আদা খান-রা শুভেচ্ছা জানিয়েছেন।
করোনা পরিস্থিতিতে একটি হোটেলে কুণালের সঙ্গে সময় কাটাচ্ছেন পূজা।
স্বামী কুণালের সঙ্গে ছবি দিয়ে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রথমবার সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন পূজা।
এরই মধ্যে পূজা একটি সাক্ষাৎকারে জানালেন, তিনি সন্তানসম্ভবা। সন্তান জন্মের পরেই তিনি কুণালকে রীতি মেতে বিয়ে করতে চান বলেও জানিয়েছেন অভিনেত্রী।
১৫ এপ্রিল কুণাল বর্মার সঙ্গে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করার কথা ছিল অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের। তবে করোনা পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাতিল হয়। দুজনে রেজিস্ট্রি করে নেন। যদিও প্রায় ৪৫ দিন সেই খবর গোপনই রেখেছিলেন।