মারাদোনা ৬০: মেসি না তিনি, বিশ্ব ফুটবলের সেরা কে?
ফুটবল রাজপুত্রের জন্মদিনে সারা বিশ্ব থেকে এসেছে শুভেচ্ছাবার্তা৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে জন্মদিনের শুভেচ্ছার ভিডিও পোস্ট করেছেন মারাদোনা৷ সঙ্গে লিখেছেন, ‘শুভেচ্ছার জন্য আপনাদের ধন্যবাদ।’
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ, শুক্রবার, ৬০ বছর পূর্ণ হল দিয়েগো আর্মান্দো মারাদোনার। তবে এবারের জন্মদিনটা আর পাঁচটা জন্মদিনের চেয়ে একেবারেই আলাদা৷ মারাদোনার এক রক্ষীর শরীরে করোনা দেখা দিয়েছে তাই এবারের জন্মদিন আইসোলেশনেই কাটাচ্ছেন ফুটবল রাজপুত্র৷
১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন মারাদোনা। আর্জেন্তিনার হয়ে ৯১টি ম্যাচে ৩৪টি গোল রয়েছে তাঁর। দেশের হয়ে খেলেছেন ৪টি বিশ্বকাপ। বিশ্বকাপে ১৬টি ম্যাচে আর্জেন্তিনাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যা বিশ্বরেকর্ড।
১৯৭৯ সালে আর্জেন্তিনার হয়ে যুব বিশ্বকাপ জিতেছিলেন মারাদোনা। মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র দলের হয়ে অভিষেক হয় তাঁর। ১৯৮৬ বিশ্বকাপে তাঁকে রুখতে ৫৩টি ফাউল করা হয়েছিল। সেটাও একটা রেকর্ড। ১৯৮২ বিশ্বকাপে ইতালির বিরুদ্ধে ম্যাচে ২৩ বার ফাউলের শিকার হয়েছিলেন মারাদোনা। যা বিশ্বকাপের ইতিহাসে নয়া নজির।
১৯৮৬ বিশ্বকাপে মারাদোনার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা। গোল্ডেন বল জেতেন তিনি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যা ‘হ্যান্ড অফ গড’ নামে বিখ্যাত হয়ে রয়েছে। সেই ম্যাচেই অবশ্য শতাব্দীর সেরা গোলটি করেন তিনি।
আর্জেন্তিনার সর্বকালের সেরা কে, মারাদোনা না মেসি, এই আলোচনা বরাবর বিশ্বফুটবলের অন্যতম চর্চার বিষয়। দেশের হয়ে ১৪০ ম্যাচে রেকর্ড সংখ্যক ৭১টি গোল রয়েছে মেসির। ক্লাব ফুটবলে ৬ বারের বর্ষসেরা। তবে মেসি এখনও দেশের জার্সিতে বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো কোনও বড় ট্রফি জেতেননি। যে কারণে বিশেষজ্ঞরা মারাদোনাকেই এগিয়ে রাখেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -