১০ হাজার টাকারও কম দামে এত আকর্ষণীয় ফিচারস! ভারতের বাজারে নতুন স্মার্টফোন ইনফিনিক্সের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2020 06:04 PM (IST)
1
ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ওয়াইফাই, ব্লু টুথ, ৪জি কানেক্টিভিটি রয়েছে ফোনে।
2
ফোনে রয়েছে ৪টি রিয়ার ক্যামেরা। যার মধ্যে প্রধান ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। ২টি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে আর একটি এআই ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
3
ফোনটির ডিসপ্লে ৬.৭৮ ইঞ্চি। রেজোলিউশন ৭২০X১৬৪০। ৪টি রংয়ে পাওয়া যাচ্ছে ফোনটি।
4
ইনফিনিক্স হট ১০-এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ-যুক্ত মডেলের দাম ৯,৯৯৯ টাকা। আজ, শুক্রবার থেকে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ফোনটি।
5
ইনফিনিক্স সংস্থা ভারতের বাজারে নিয়ে এল স্মার্টফোন ইনফিনিক্স হট ১০। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় সেলফির জন্য বিশেষভাবে নির্মিত ডুয়াল ফ্ল্যাশ রয়েছে। ফোনে মিডিয়াটেক হেলিও জি ৭০ প্রসেসর রয়েছে।